এড ফি ছাড়া অনলাইন জব করার জনপ্রিয় ৭টি সাইট


অনলাইনে ফ্রিতে ইনকাম করার জন্য অবশ্যই এড ফি ছাড়া অনলাইন জব করতে হবে। কারণ অনেক ওয়েবসাইট ও প্রতিষ্ঠান রয়েছে যারা জব দেওয়ার নাম করে রেজিস্ট্রেশন ফ্রি বা টাকা নিয়ে থাকে। 

এজন্য আপনাদের ফ্রিতে ইনকাম করা যায় অথবা ফ্রিতে রেজিস্ট্রেশন করে আয় করা যায় এমন সাইট খুঁজে বের করতে হবে। আর এই ধরনের সাইটগুলো নিয়েই আমরা আর্টিকেলে হাজির হয়েছি। 

বর্তমানে অনেক ওয়েবসাইট আছে যেখানে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে আয় করা যায়। আর সম্পূর্ণ রেজিস্ট্রেশন করে বিভিন্ন ধরনের অনলাইন এর কাজগুলো করতে পারবেন। 
এড ফি ছাড়া অনলাইন জব করুন সেরা ৭টি সাইটে
কাজগুলো সাধারণত খুব সহজে করা যায়। বেশিরভাগ কাজ গুলো ফ্রিল্যান্সিং টাইপের হয়ে থাকে। যেমনঃ ডাটা এন্ট্রি, টাইপিং, কন্টেন্ট রাইটিং, ট্রান্সক্রিপ্টিং , গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি। এই সকল কাজগুলো করার জন্য কোন রেজিস্ট্রেশন ফ্রি দিতে হয় না। 

আপনি সম্পূর্ণ ফ্রিতে কাজগুলো করে টাকা ইনকাম করতে পারবেন। অনলাইনে প্রচুর বিশস্ত ওয়েবসাইট আছে যেগুলোতে এই কাজগুলো করে সহজেই অনলাইনে আয় করা যায়। এবার চলুন বিস্তারিত জানা যাক। 

এড ফি ছাড়া অনলাইন জব করার সাইট

বর্তমান যুগে অনলাইন জব মানে হচ্ছে স্বাধীনভাবে ঘরে বসে কাজ করার সুযোগ। অনেকেই অনলাইন জব করতে চান, কিন্তু “এড ফি” বা রেজিস্ট্রেশন ফি দিতে হয় বলে শুরু করতে পারেন না। 

আজ আমরা জানব এমন ৭টি সেরা অনলাইন জব সাইট সম্পর্কে যেখানে কোন এড ফি ছাড়াই কাজ করে ইনকাম করা যায়। আর এই ধরনের সাইটগুলোতে সহজেই টাকা উত্তোলন করা যায়। 

নিম্নে সকলের জানার সুবিধার্থে এড ফি ছাড়া অনলাইন জব করার সাইট গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। 

১. Fiverr (ফাইভার)

Fiverr হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোর একটি। এখানে আপনি গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট রাইটিং, ভিডিও এডিটিং, ডেটা এন্ট্রি সহ শতাধিক ক্যাটাগরিতে ফ্রি অ্যাকাউন্ট খুলে কাজ করতে পারবেন। 

আর এটি বর্তমানে সবচেয়ে বিশ্বস্ত এড ফি ছাড়া অনলাইন জব সাইট। আর এখানে কাজ করতে হলে কোন ধরনের ফি বা চার্জ দিতে হয় না। আপনি সম্পূর্ণ বিনামূল্যে এখন খুলতে পারবেন এবং কাজের জন্য আবেদন করতে পারবেন। 

অবশ্যই পড়ুনঃ
এই সাইট অনেক ছোট ছোট ফ্রিল্যান্সিং কাজগুলো করা যায়, আর এই কাজগুলো যে কোন ব্যক্তি সহজে করতে পারবে। যদি বিশেষ করে আপনার ফ্রিল্যান্সিং এর সেক্টর গুলোতে সামান্য কিছু জ্ঞান থাকে। তাহলে আপনি এই সেক্টরে কাজ করে দৈনিক উপার্জন করতে পারবেন। 

আর সাইটটিতে প্রজেক্ট ভিত্তিক কাজ করা যায়। এর ফলে আপনি অনেক বেশি আয় করতে পারবেন। সর্বশেষ বলবো এই সাইটে কাজ করার জন্য কোন প্রকার ইনভেস্ট করা লাগবে না। 

আপনার ইচ্ছামত আপনি অ্যাকাউন্ট খুলে ইনকাম শুরু করতে পারবেন।আর এই সাইটে কাজ অনেকগুলো কাজ পাওয়া যায় যেগুলো সাধারণত মোবাইলে করতে পারবেন। 

তবে আপনার ইনকাম ও অভিজ্ঞতা বৃদ্ধির সাথে সাথে, আপনি আরো দক্ষতা মূলক কাজ করে উপার্জন করতে পারেন।

সুবিধাঃ
  • একদম ফ্রি সাইন আপ
  • নিজের “Gig” তৈরি করে কাজ পাওয়া যায়
  • পেমেন্ট পাওয়া যায় Payoneer বা ব্যাংকে

২. Upwork

Upwork হলো অভিজ্ঞ ও নতুন উভয় ফ্রিল্যান্সারের জন্য আদর্শ জায়গা। এখানে ক্লায়েন্টরা কাজ পোস্ট করে, আর আপনি বিড করে কাজ নিতে পারেন। এখানেও আপনি এড ফি ছাড়া অনলাইন জব করতে পারবেন। আর এই সাইট থেকে ১০০% ইনকাম করে পেমেন্ট পাওয়া যায়। 

কোন প্রকার ইনভেস্টমেন্ট বা নেটওয়ার্ক ফি এর প্রয়োজন হয় না। একদম ফ্রি সাইন আপ, কাজ পেলে ইনকাম সঙ্গে সঙ্গে শুরু করা যায়। অনেক ধরনের সহজ কাজগুলো এই সাইটে করতে পারবেন। 

যেমনঃ টাইপিং, ডাটা এন্ট্রি , পোস্টার ডিজাইন ,ওয়েবসাইট এসইও ,ফেসবুক মার্কেটিং ইত্যাদি। এছাড়াও পাশাপাশি আরো অনেকগুলো অভিজ্ঞতা সম্পর্কিত কাজ রয়েছে ,যেগুলো করলে অনেক বেশি টাকা আয় করা যায়। 

আর এখান থেকে আপনি যত টাকা উপার্জন করবেন, সেগুলো ব্যাংক ট্রান্সফার পদ্ধতিতে বা পেপালের মাধ্যমে উত্তোলন করতে পারবেন। সাধারণত ডলারে পেমেন্ট গ্রহন করতে হয়। এটা খুবই বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য একটি ওয়েবসাইট। 

এই সাইটটিতে আপনি প্রথমদিকে ছোট ছোট কাজ শুরু করতে পারেন। পরবর্তী ধীরে ধীরে আপনার অভিজ্ঞতা ও দক্ষতা বাড়তে থাকলে, আর দক্ষতামূলক কাজের দিকে অগ্রসর হতে পারেন। 

সুবিধাঃ 
  • ফ্রি একাউন্ট
  • নির্ভরযোগ্য ক্লায়েন্ট
  • রেটিং সিস্টেম আছে (বিশ্বাসযোগ্যতা বাড়ায়)

৩. Clickworker

যারা ছোট ছোট টাস্ক করে ইনকাম করতে চান তাদের জন্য Clickworker অসাধারণ একটি প্ল্যাটফর্ম। এখানে সার্ভে, ডেটা এন্ট্রি, প্রুফরিডিং, ক্যাটাগরাইজিং ইমেজ ইত্যাদি কাজ পাওয়া যায়। 

এটি মূলত একটি ১০০% ফ্রি অনলাইন ইনকাম সাইট। এখানে আপনি একদম ফ্রি একাউন্ট খুলে কাজ শুরু করতে পারবেন। এই সাইটে সবচেয়ে সহজ কাজ হল ক্যাপচা পূরণ করা। 

আপনাকে বিভিন্ন টাইপের ক্যাপচা কোড দেওয়া হবে, সেগুলোকে সঠিকভাবে পূরণ করতে হবে।সঠিকভাবে পূরণ হলেই আপনি নির্দিষ্ট পরিমাণ ডলার আয় করতে পারবেন। আর এই ডলার আপনার একাউন্টে জমা হতে থাকবে।পরবর্তীতে সর্বনিম্ন ১০ ডলার হলে উত্তোলন করতে পারবেন। 

আপনি এই কাজগুলো খুব সহজে মোবাইল দিয়ে করতে পারেন। আজ থেকেই এই কাজগুলো শুরু করুন, এর জন্য আপনাকে সর্বপ্রথম তাদের ওয়েবসাইটে গিয়ে ফ্রি রেজিস্ট্রেশন করতে হবে। কোন এড ফি লাগবেনা, ফ্রি সাইন আপ করবেন। 

এরপর আপনার পছন্দ অনুযায়ী কাজগুলো শুরু করবেন। যদি রেগুলার বেশি বেশি কাজ করেন, তাহলে আপনার জন্য প্রতিদিন ৩০০ থেকে ৫০০ টাকা ইনকাম করা খুব সহজ হবে। 

যত টাকা ইনকাম করবেন, সেগুলো আপনি বিভিন্ন ডিজিটাল পদ্ধতির মাধ্যমে উত্তোলন করতে পারবেন। অর্থাৎ পেমেন্ট নিতে পারবেন। আরও বিস্তারিত জানতে হলে তাদের ওয়েবসাইটে সরাসরি ভিজিট করুন এবং তাদের নীতিমালা গুলো পড়ে নিন। 

সুবিধাঃ
  • সার্ভে, ডেটা এন্ট্রি, প্রুফরিডিংসহ সহজ কাজ
  • মোবাইল থেকেও কাজ করা যায়
  • PayPal এ দ্রুত পেমেন্ট 

টিপসঃ প্রতিদিন কিছু সময় নিয়মিত কাজ করলে ভালো ইনকাম হয়।

৪. 2Captcha

এড ফি ছাড়া অনলাইন জব করার অন্যতম জনপ্রিয় সাইট হল 2Captcha। এখানে আপনি সহজ একটি মাত্র কাজ করে দৈনিক আয় করতে পারবেন। 

আর সেই সহজ কাজটি হল ক্যাপচা পূরণ করা। আমরা বিভিন্ন সময়ে google এ সিকিউরিটিজ জনিত কারণে ক্যাপচা পূরণ করে থাকি। 

সেই একই টাইপের ক্যাপচা গুলো এই ওয়েব সাইটে পূরণ করে আপনি টাকা ইনকাম করতে পারবেন।এখানে সাধারণত বিভিন্ন টাইপের ক্যাপচা পূরণ করা যায়। 

যেমনঃ ইমেজ ক্যাপচা ,কোড ক্যাপচা ,টেক্সট ক্যাপচা , অডিও ক্যাপচার ইত্যাদি। এখানে আপনি ইচ্ছামত নির্দিষ্ট ক্যাপচা ক্যাটাগরি সিলেক্ট করে ফ্রিতে কাজ করে আয় করতে পারবেন। 

আপনাকে প্রতিদিন ক্যাপচা দেওয়া হবে সেগুলো যদি আপনি সঠিকভাবে পূরণ করেন, তাহলেই আয় করতে পারবেন। এই সাইটে এড ফি ছাড়া সাইনআপ করা যায়। 

যার ফলে এখানে আপনাকে কোন টাকা খরচ করতে হচ্ছে না। বিনামূল্যে এই সাইটে আপনি কাজ করে ইনকাম করতে পারছেন। 

৫. Microworkers

Microworkers এমন একটি সাইট যেখানে প্রতিদিন ছোট ছোট কাজ করে কিছু বাড়তি ইনকাম করা যায়। যারা অনলাইনে ঘরে বসে সম্পূর্ণ বিনামূল্যে ছোট ছোট কাজ করে আয় করতে চাচ্ছেন, তাদের জন্য এটি একটি খুবই উপযুক্ত সাইট। 

বলতে গেলে এটি একটি অনলাইন ইনকাম সাইট। তাই এখান থেকে আপনি অনলাইনে আয় করতে পারবেন। আপনার কোন দক্ষতা বা অভিজ্ঞতা থাকলেও এই সাইটে কাজ করে ইনকাম করা যাবে। 

কারণ এখানে অনেক সহজ কাজগুলো পাওয়া যায় যেমনঃ ওয়েবভিজিট করা , ট্রানসলেশন , ইমেজ ট্রান্সক্রিপ্ট ,ক্যাপচা পূরণ ,সার্ভে ,ভিডিও দেখা ,সাবস্ক্রাইব করা ,ফেসবুক হলো ইত্যাদি।  

এই ছোট ছোট কাজগুলো মোবাইল দিয়েও করতে পারবেন। আর এটি ১০০% এড ফি ছাড়া অনলাইন জব সাইট। তাই এখানে আপনি কোন চার্জ ছাড়াই অ্যাকাউন্ট খুলতে পারবেন। 

এখানে আপনি যত বেশি কাজ করতে পারবেন তত বেশি আয় করতে পারবেন। এজন্য যারা বেশি বেশি ইনকাম করতে চাচ্ছেন, তারা এখানে প্রতিদিন বেশি সময় নিয়ে কাজ করুন। 

আর এখানে প্রতিদিনের কাজ শেষে PayPal, Skrill, বা স্থানীয় ব্যাংকে পেমেন্ট নেওয়া যায়।

৬.  Swagbucks

অনলাইনে টাকা ইনকাম করার বিশ্বস্ত একটি সাইট হল Swagbucks। এই সাইটটি থেকে আপনি বিভিন্ন টাইপের ছোট ছোট টাস্ক গুলো সম্পন্ন করে ইনকাম করতে পারবেন। এই সাইট থেকে সবচেয়ে বেশি আয় করা যায় সার্ভে করে। 

যদি আপনি এই সাইটে পেইড এবং ফ্রি সার্ভে করেন, তাহলে প্রচুর আয় করতে পারবেন। পাশাপাশি এই সাইটে ওয়েবসাইট টেস্টিং ,অ্যাপ ডাউনলোড ,গেম খেলা ইত্যাদি কাজগুলো করা যায়। মূলত আপনার যে কাজগুলো পছন্দ হয় সেই কাজগুলো শুরু করুন। 

এই ওয়েবসাইটে কাজ করার জন্য কোন দক্ষতার প্রয়োজন নাই। আপনার কাছে মোবাইল থাকলেই আপনি কিছু নিয়ম জেনে কাজগুলো সম্পন্ন করে আয় করতে পারবেন। এই ওয়েবসাইটে কাজ করার নিয়ম, আপনি ইউটিউবে টিউটোরিয়াল দেখে শিখে নিতে পারবেন। 

আর এখানে সাইটটিতে প্রতিটি কাজের বিনিময়ে নির্দিষ্ট পেমেন্ট বা নির্দিষ্ট পয়েন্ট দেওয়া হয়। এছাড়াও কাজ করার পাশাপাশি রেফার করে আয় করার সুযোগ তো থাকছেই। 

অর্থাৎ রেফার ইনকাম আছে। পরিচিতদের কাছে এই ওয়েবসাইটটি রেফার করুন, অধিক বোনাস নিয়ে টাকা ইনকাম করতে পারবেন। আপনি যদি দৈনিক এই সাইটে মনোযোগ সহকারে বেশি বেশি কাজ করতে পারেন, তাহলে অবশ্যই প্রতিদিন 500 টাকার বেশি ইনকাম করতে পারবেন। 

কিন্তু এক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্যশীল হয়ে কাজ করতে হবে। আর পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। সর্বনিম্ন এক ডলার একাউন্টে জমা করতে পারলেই, আপনি  উইথড্রো করতে পারবেন ।  

উইথড্রো সহজেই পেপাল এর মাধ্যমে করা যায়। আর পেপাল থেকে আপনি ব্যাংকে অথবা সরাসরি বিকাশে পেমেন্ট নিতে পারবেন। আর যারা পেমেন্ট পদ্ধতি সেটআপ করতে পারেন না, তারা অবশ্যই ইউটিউবে সার্চ করে দেখে নিবেন। 

৭. Ordinaryit 

এটি মূলত অনলাইন ইনকাম করার বিশ্বস্ত একটি সাইট। এখানে সাইটটিতে আপনি আর্টিকেল রাইটিং করে ইনকাম করতে পারবেন। যারা লেখালেখি করতে ভালোবাসেন বা লেখালেখি করতে চান, তাদের জন্য এটি সুযোগ এই সাইটে কাজ করা। 

এই সাইটে বাংলা আর্টিকেল লিখে প্রতিদিন ইনকাম করা যায়। আর আপনি সম্পূর্ণ বিনামূল্যে এই সাইটে এড ফি ছাড়া অনলাইন জব করতে পারবেন। 

যারা মূলত আর্টিকেল টাইপিং জানেন না, তাদের ক্ষেত্রে হয়তো জামানত ফি লাগতে পারে। কিন্তু যারা আর্টিকেল রাইটিং সেক্টরে দক্ষ, তারা সম্পূর্ণ ফ্রিতে একাউন্ট খুলে ইনকাম করা শুরু করতে পারবেন। 

আর এখানে আর্টিকেল রাইটিং জব করে প্রতি মাসে খুব সহজেই ৫ থেকে ১৫ হাজার টাকা ইনকাম করতে পারবেন। আর প্রতি মাসের শেষে বিকাশ ও নগদের মাধ্যমে পেমেন্ট প্রদান করা হয়। 

এছাড়াও আপনি সরাসরি তাদের অফিসে গিয়েও পেমেন্ট নিতে পারেন। তাদের অফিস ঠিকানাঃ রাজশাহী ,শালবাগান - পলিটেকনিক ইনস্টিটিউট এর বিপরীতে। 

এখানে আপনি আর্টিকেল রাইটিং এর উপর ফ্রি কোর্স করে, আর্টিকেল রাইটার হিসেবে ইনকাম শুরু করতে পারবেন। এটি একটি ১০০% বিশ্বস্ত সাইট। 

তাদের সাইট সম্পর্কে আরো বিস্তারিত জানতে সরাসরি তাদের অফিসে ভিজিট করুন অথবা ordinaryit.com সাইটে যোগাযোগ করুন। 

আপনার ইনকাম করার ইচ্ছা থাকলে, এখনই আপনি বাংলা আর্টিকেল লিখে আয় করার জন্য ওয়েবসাইটটিতে যুক্ত হতে পারেন। তবে সাইটে আর্টিকেল রাইটিং জব করার পূর্বে তাদের নীতিমালা এবং শর্তগুলো ভালোভাবে জানবেন। 

উপসংহার

এড ফি ছাড়া অনলাইন জব শুরু করা এখন অনেক সহজ। উপরের সাইটগুলো সবই ফ্রি, বিশ্বস্ত ও পরীক্ষিত। আপনি যদি নিয়মিত পরিশ্রম ও ধৈর্যের সঙ্গে কাজ করেন, 

তাহলে ঘরে বসেই মাসে ভালো ইনকাম করতে পারবেন।অনলাইন জব কোনো ম্যাজিক নয় , এটি একটি রিয়েল ক্যারিয়ার অপশন, যা ধীরে ধীরে আপনার জীবনের পরিবর্তন আনতে পারে। 

পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
🟢 কোন মন্তব্য নেই
এই পোস্ট সম্পর্কে আপনার মন্তব্য জানান

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।

comment url