২৪০ টাকা ফ্রী বিকাশ পেমেন্ট নিন ৭টি সেরা উপায়ে


২৪০ টাকা ফ্রী বিকাশ পেমেন্ট পাওয়া এখন কোন কঠিন বিষয় নয়। আপনি যেকোনো ধরনের বিশ্বস্ত সাইটগুলোতে কাজ করেই ২৪০ টাকা ফ্রিতে বিকাশে পেমেন্ট নিতে পারবেন। এছাড়াও আরো বিভিন্ন উপায় আছে যার মাধ্যমে আপনি ২৪০ টাকার বেশি ফ্রি ইনকাম করে বিকাশ পেমেন্ট নিতে পারবেন। 
২৪০ টাকা ফ্রী বিকাশ পেমেন্ট নিন ৭টি সেরা উপায়ে
আপনারা হয়তো অনেকেই অনলাইনে ইনকাম করার সঠিক উপায় গুলো জানেন না, এজন্যই আমরা এমন কিছু উপায় জানাবো, যেগুলো আপনি অনুসরণ করে ২৪০ টাকা বা তার বেশি ইনকাম করে পেমেন্ট নিতে পারেন। 

বর্তমান সময়ে অনলাইনে ইনকাম করার ইচ্ছা সকলেরই রয়েছে। তবে সঠিক পদ্ধতিতে কাজ না করলে আপনি কখনোই সফল হতে পারবেন না। তাই জেনে বুঝে আমাদের কার্যকরী উপায় অনুসরণ করে কাজ করতে হবে। 
.

২৪০ টাকা ফ্রী বিকাশ পেমেন্ট

এই আধুনিক যুগে টাকা ইনকাম করার হাজার হাজার উপায় রয়েছে। তবে প্রতিটি উপায় থেকে ইনকাম করা যায় না। সঠিক উপায় অবলম্বন করলেই অনলাইন থেকে আয় করতে পারবেন। পাশাপাশি ট্রাস্টেড ওয়েবসাইট গুলোতে কাজ করে ইনকাম করা যায়। 
২৪০ টাকা ফ্রি বিকাশ পেমেন্ট পাওয়া খুবই সহজ হবে, যদি আপনি সঠিক মাধ্যমে কাজ করে ইনকাম করেন। ২৪০ টাকা ইনকাম করে কিভাবে ফ্রিতে বিকাশে পেমেন্ট নিবেন, তার সেরা ৭ টি উপায় সম্পর্কে এখন আলোচনা করব। এবার নিম্নে এমন ৭টি উপায় শেয়ার করা হলোঃ 

১. বাংলা কনটেন্ট লিখে আয়

বর্তমান আধুনিক যুগে বাংলা কনটেন্ট লেখালেখি করে ও ইনকাম করা যায়। এখানে আপনাকে বিভিন্ন ওয়েবসাইটে বাংলাতে কনটেন্ট লিখতে হবে। 

কন্টেন্টের বিষয়ে বিভিন্ন টাইপের হতে পারে। যেমনঃ স্বাস্থ্য বিষয় ,অনলাইন ইনকাম বিষয় ,টেকনোলজি বিষয়ে ইত্যাদি সহ আরো অনেক বিষয় নিয়ে লেখালেখি করতে পারেন। 

আপনার যে বিষয় নিয়ে লিখতে ভালো লাগে সে বিষয়গুলো নিয়ে লেখালেখি করেই বিভিন্ন ব্লগিং ওয়েবসাইট থেকে ফ্রিতে ইনকাম করে বিকাশে পেমেন্ট নিতে পারেন।  
২৪০ টাকা ফ্রী বিকাশ পেমেন্ট পাওয়ার সবচেয়ে সেরা উপায় হল বাংলা আর্টিকেল লেখালেখি করা।রিসেন্টলি বাংলাদেশী অনেক সাইট আছে, যেখানে বাংলাতে কনটেন্ট লিখে আয় করা যায়। 

সেই সাইটগুলোতে আপনি লেখালেখির মাধ্যমে ২৪০ টাকা ইনকাম করে ফ্রিতে পেমেন্ট নিতে পারেন। কনটেন্ট লেখার জন্য বেশি সময় প্রয়োজন হয় না, সামান্য এক ঘন্টা সময় ব্যয় করেই একটি আকর্ষণীয় এসিও অপটিমাইজ কনটেন্ট লেখা যায়। 

এবার অনেকেই জানতে চান, কোন সাইটে বাংলা কন্টেন্ট লিখে আয় করব। আপনাদের জানার সুবিধার্থে বলে রাখি আপনি ফ্রিল্যান্সিং সাইট অথবা বাংলাদেশের কিছু নিউজ সাইট গুলোতে কন্টেন্ট রাইটিং জব করতে পারবেন। 

যেখানে আপনি কন্টেন্ট রাইটিং সার্ভিস দিয়ে মাসিক ভিত্তিক পেমেন্ট নিতে পারবেন। বর্তমান সময়ে বাংলাদেশী কিছু সাইট রয়েছে যারা কন্টেন্ট রাইটিং জব অফার করে যেমনঃ
  • অর্ডিনারি আইটি
  • Trickbd
  • Techtunes io
  • লেখক.মি
  • asprivate
  • প্রথম আলো
উপরোক্ত ওয়েবসাইটগুলো ছাড়াও আরো অনেক ওয়েবসাইট আছে ,যেখানে আপনি কনটেন্ট লিখে উপার্জন করতে পারবেন। 

২. গ্রাফিক্স ডিজাইন করে

২৪০ টাকা ফ্রী বিকাশ পেমেন্ট নেওয়ার আরেকটি সেরা উপায় হল গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইন এমন একটি সেক্টর যেখানে আপনি কাজ করে বিকাশ পেমেন্ট নিতে পারবেন। গ্রাফিক্স ডিজাইন মূলত হল বিভিন্ন প্রোডাক্ট অথবা কোন কিছুর ডিজাইন করা। 

ধরুন আপনাকে একটি পোস্টার ডিজাইন করতে বলা হলো। আর এই পোস্টার আকর্ষণীয় ভাবে ডিজাইন করাই হলো গ্রাফিক্স ডিজাইন এর কাজ। গ্রাফিক্স ডিজাইন সার্ভিস দিয়ে অনেক ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম থেকে প্রচুর আয় করা যায়। 

এছাড়াও আপনি বাজারে বা শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে দোকান খুলে সেখানে ডিজাইন সম্পর্কিত সার্ভিস গুলো দিতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কাজ করা। সেখানে আপনি প্রতিটি গ্রাফিক্স ডিজাইন কাজের জন্য ১০ থেকে ২০ ডলার চার্জ করতে পারবেন। 

আর এই সেক্টর থেকে খুব সহজেই অনলাইন সহ অফলাইন দুই মাধ্যমে আয় করা যায়। আপনি চাইলে বিভিন্ন কোম্পানিতে পার্টটাইম ইনকাম করতে পারেন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে। 

পাশাপাশি ফেসবুকে লোকাল মার্কেটপ্লেস থেকেও গ্রাফিক্স ডিজাইন সার্ভিস দিয়ে ফ্রি বিকাশ পেমেন্ট নেওয়া যায়। এখানে শুধুমাত্র আপনার দক্ষতার প্রয়োজন। এই সেক্টরে দক্ষ হলেই আপনি আয় করতে পারবেন। 

৩. সার্ভে করে ২৪০ টাকা ফ্রী বিকাশ পেমেন্ট 

সার্ভে করার ওয়েবসাইট গুলো ব্যবহার করে সহজেই আপনি ২৪০ থেকে ৫০০ টাকার বেশি ইনকাম করে বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। এই সার্ভে ওয়েবসাইট গুলোতে ফ্রিতে উপার্জন করা যায়। আপনার কোন যোগ্যতার প্রয়োজন নাই। 

শুধুমাত্র আপনি ওয়েবসাইট গুলোতে সার্ভের উত্তর দিয়ে ডলার ইনকাম করতে পারবেন। আর পরবর্তীতে এই ডলার বিভিন্নভাবে বিকাশের মাধ্যমে উত্তোলন করা যায়। বর্তমানে হাজার হাজার স্টুডেন্ট ঘরে বসেই অনলাইনে সার্ভে কমপ্লিট করে প্রচুর টাকা ইনকাম করছেন। 

আপনারা যারা নতুন আছেন, তারাও চাইলে এইভাবে ফ্রিতে ইনকাম করে বিকাশে পেমেন্ট নিতে পারেন। ফ্রি টাকা ইনকাম বিকাশ পেমেন্ট পাওয়ার এটি সবচেয়ে জনপ্রিয় উপায়। অনেকগুলো জনপ্রিয় সার্ভে করার সাইট রয়েছে। সেগুলো হলোঃ
  • Swagbucks
  • survey junkie
  • Inbox dollars
  • Poll pay
  • Taka income pro
  • ySense
  • TimeBucks
  • SurveyTime
সার্ভে ওয়েবসাইটগুলো থেকে ইনকাম করার জন্য সরাসরি তাদের সাইটে ভিজিট করুন এবং ফ্রিতে একাউন্ট খুলে নিন।অনেক সাইটে একাউন্ট খুললেই সরাসরি কিছু বোনাস পাওয়া যায়। আর এই বোনাস ব্যবহার করেও আপনি পেইড সার্ভে করে প্রচুর আয় করতে পারেন। 

আর এই সকল সাইট গুলো থেকে আপনার ইনকাম করা অর্থ পায়োনিয়ার ও পেপাল এর মাধ্যমে নিতে পারবেন। আর পেপাল থেকে সহজেই বিকাশের মাধ্যমে টাকা তুলে নিতে পারবেন। 

৪. মাইক্রো জব প্ল্যাটফর্মে ইনকাম

বর্তমানে অনলাইন জগতে দক্ষতা ছাড়াও কিছু ওয়েবসাইটে ছোট ছোট কাজ করে ইনকাম করা যায়। আর সেই সাইটগুলোকে মাইক্রো জব সাইট বলা হয়। 

যেখানে আপনি যোগ্যতা বা দক্ষতা ছাড়াই কিছু কাজ কমপ্লিট করে আয় করতে পারবেন। মূলত আপনার অনলাইনে কাজ করার বেসিক জ্ঞান থাকলেই এই সকল সাইটে কাজ করে উপার্জন করতে পারবেন।  

মাইক্রো জব সাইট গুলোতে বিভিন্ন ধরনের ছোট ছোট টাস্ক করে উপার্জন করতে হয়। এই টাস্ক গুলো বিভিন্ন প্রকারের হয়ে থাকে যেমনঃ
  • ওয়েব ভিজিট করা
  • ইউটিউব সাবস্ক্রাইব করা
  • ভিডিও দেখা
  • সার্ভে করা
  • বিজ্ঞাপন দেখা
  • ফেসবুক ফলো করা
  • লাইক করা
  • শেয়ার করা
উপরোক্ত ছোট ছোট কাজগুলো এই মাইক্রো জব সাইটগুলোতে করতে হয়। এই কাজগুলো করার বিনিময়ে আপনি নির্দিষ্ট পরিমাণ ইনকাম করতে পারবেন। তবে এই ইনকাম খুবই সামান্য হয়ে থাকে। 

কিন্তু আপনি যদি রেগুলার সময় দিয়ে এই ধরনের সাইটে কাজ করেন তাহলে ২৪০ টাকা ফ্রী বিকাশ পেমেন্ট পাওয়া সম্ভব। বর্তমানে বাংলাদেশে একটি মাইক্রো জব সাইট রয়েছে। 

যেখানে আপনি কাজ করে খুব দ্রুত সময় পেমেন্ট নিতে পারবেন। আর এখানে বিকাশের মাধ্যমেও পেমেন্ট পাওয়া যায়। সাইটটি হলো workup job। 

গুগল ক্রোম ব্রাউজারে সাইটের নাম লিখে সার্চ করুন। এরপর সাইটে প্রবেশ করে ফ্রিতে একাউন্ট খুলুন। অ্যাকাউন্ট অবশ্যই সঠিক ভাবে ইমেইল দিয়ে ভেরিফিকেশন করে নিবেন। 

এরপর আপনি নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করে ইচ্ছামত টাস্ক গুলো সম্পন্ন করে আয় করুন। এখান থেকে আপনি উপার্জন করে সহজেই নগদ, বিকাশ ও মোবাইল রিচার্জ এর মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।  এই ভাবেই ২৪০ টাকা ফ্রী বিকাশ পেমেন্ট নিতে পারেন। 

৫. রেফার করে ফ্রী বিকাশ বোনাস

বিভিন্ন ধরনের ওয়েবসাইট ও অ্যাপ রেফার করেও এখন ইনকাম করা যায়। যদি আপনি ওয়েবসাইট গুলোতে অ্যাকাউন্ট খুলে সেখান থেকে রেফার লিংক সংগ্রহ করে রেফার করেন। 

তাহলে নির্দিষ্ট পরিমাণ রেফার বোনাস পাবেন, যা থেকে ভালো পরিমাণ আয় করা যায়। এই যেমন ধরুন বিকাশ অ্যাপ, এই বিকাশের রেফার করলে বর্তমানে 20 থেকে 50 টাকা পাওয়া যায়। 

আপনি মাত্র ১৫ জনকে বিকাশ অ্যাপ রেফার করলেই ২৪০ থেকে ২৫০ টাকা পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনার ফ্রি ইনকাম হয়ে যাচ্ছে। পাশাপাশি আরো অনেক অ্যাপ আছে যেখানে একাউন্ট খুলে রেফার সম্পন্ন করলেই ২০ থেকে ৩০ টাকা বোনাস পাওয়া যায়। 

অ্যাপ গুলো হল Toffee, hostinger, putulhost WowBox, Dmoney, Cashzine ইত্যাদি। এই অ্যাপগুলো সাধারণত নতুন ইউজারদের রেফারেল বোনাস দিয়ে থাকে। 

আপনি তাদের ওয়েবসাইটে ফ্রিতে একাউন্ট খুলে লিংক সংগ্রহ করে রেফার করলেই বোনাস পেয়ে যাবেন। মাত্র ৫–৭ জনকে রেফার করলেই আপনি ২৪০ টাকার বেশি আয় করতে পারেন। আর রেফার করা ইনকাম একাউন্টে জমা হয়ে থাকে, যা পরবর্তীতে বিকাশের মাধ্যমে উত্তোলন করা যায়। 

৬. ভিডিও দেখে ইনকাম 

২৪০ টাকা ফ্রী বিকাশ পেমেন্ট নিতে হলে এই ভিডিও দেখার কাজটি করতে পারেন। আমরা প্রতিনিয়তই ইউটিউব সহ বিভিন্ন প্লাটফর্মে ভিডিও দেখে বিনোদন নিয়ে থাকি। 

তবে আপনি চাইলে ভিডিও দেখে বিনোদন নেওয়ার পাশাপাশি ইনকামও করতে পারেন। অনেক প্লাটফর্ম রয়েছে যেখানে ভিডিও দেখে ইনকাম করা যায়। 

সেখানে আপনি ভিডিও দেখার কাজ করতে পারেন। আপনি শুধুমাত্র ভিডিও গুলো প্লে করে রাখবেন, আপনার ইচ্ছে হলে ভিডিও দেখতে পারেন। আবার ভিডিও নাও দেখতে পারেন। 

শুধুমাত্র ভিডিও নির্দিষ্ট সময় পর্যন্ত অন করে রাখলেই, আপনি নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট পাবেন। আর এই পয়েন্ট পরবর্তীতে এক্সচেঞ্জ করতে পারবেন। এভাবে সহজেই পয়েন্ট সংগ্রহ করে ভিডিও দেখার মাধ্যমে ফ্রি ইনকাম করা যায়। 

ভিডিও দেখার কিছু প্ল্যাটফর্মঃ
  • ClipClaps
  • BuzzBreak
  • Swagbucks Watch
  • Givvy Videos
উপরোক্ত অ্যাপগুলো ছাড়াও আরো অনেক ধরনের প্লাটফর্ম এবং অ্যাপ পাবেন। এগুলোতে আপনি ফ্রিতে সাইনআপ করে মাত্র এক থেকে দুই মিনিট অথবা 30 মিনিটের ভিডিও দেখে ইনকাম করতে পারবেন। আরও ভিডিও দেখার প্লাটফর্ম গুলো সম্পর্কে জানতে আমাদের সাইটে ভিজিট করতে পারেন। 

৭. অনলাইন কুইজ ও স্পিন খেলে ইনকাম

অনলাইনে কিছু প্লাটফর্মে কুইজ ও স্পিন গেম খেলে ২৪০ টাকা ফ্রী বিকাশ পেমেন্ট একদম ফ্রিতে নিয়ে নিতে পারেন। প্রচুর কুইজ খেলার প্ল্যাটফর্ম আছে। 

সবাই এখানে কুইজ খেলতে পারবে এবং নির্দিষ্ট পয়েন্ট সংগ্রহ করে আয় করতে পারবে। এই উপায়ে ইনকাম করা খুবই সহজ। 

শুধুমাত্র আপনি ওয়েবসাইট ও অ্যাপ গুলোতে অ্যাকাউন্ট খুলবেন এবং নিজের ইচ্ছামত ক্যাটাগরি সিলেট করে কুইজ খেলা শুরু করবেন। 

পাশাপাশি কিছু অ্যাপস আছে যেখানে স্পিন বা হুইল ঘুরিয়ে ইনকাম করা যায়। স্পিন করে নির্দিষ্ট রিওয়ার্ড জেতা যায়। এতে করে খুব ভালো পরিমাণে আর্নিং করা সম্ভব। এমনই কিছু কুইজ ও স্পিন গেম খেলার অ্যাপ গুলো হলঃ
  • Quiz khelo
  • Spin2Win
  • LuckySpinBD
  • QuizBD
  • Color khela
  • Daily taka
  • wild Cash
  • Taka gor
  • CashQuizz
  • Lucky Trivia live
কুইজ খেলে উপার্জন করার জন্য শুধুমাত্র অ্যাপ গুলোতে ফ্রি একাউন্ট খুলুন। যেগুলোতে ফ্রিতে ইনকাম করা যায় না, সেগুলোতে অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই। এরপর আপনার নির্দিষ্ট ক্যাটাগরির কুইজ সিলেক্ট করবেন। 

যে টাইপের কুইজগুলো আপনি বেশি পছন্দ করেন, সেগুলো সিলেক্ট করে কুইজ গেম খেলা শুরু করুন। এতে করে আপনি সহজেই কুইজের উত্তর দিয়ে আয় করতে পারবেন। আর এই অ্যাপগুলো থেকে সহজেই বিকাশ , নগদ ও মোবাইল রিচার্জ এর মাধ্যমে টাকা উত্তোলন করা যায়। 

উপসংহার - ২৪০ টাকা ফ্রী বিকাশ পেমেন্ট

২৪০ টাকা ফ্রী বিকাশ পেমেন্ট নেওয়া এখন একদম সহজ, যদি আপনি উপরের ৭টি উপায়ের যেকোনো একটি বা একাধিক নিয়মিত ব্যবহার করেন। 

মনে রাখবেন, সব প্ল্যাটফর্মে সত্যিকারের ইনকাম পেতে ধৈর্য আর নিয়মিত কাজ করা জরুরি। তাই নিয়মিত একাধিক প্ল্যাটফর্মে ধৈর্য সহকারে কাজ করুন, অবশ্যই আপনি ফ্রিতে উপার্জন করে বিকাশে পেমেন্ট নিতে পারবেন। 

পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
🟢 কোন মন্তব্য নেই
এই পোস্ট সম্পর্কে আপনার মন্তব্য জানান

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।

comment url