অনলাইন ইনকাম সাইট বিকাশ পেমেন্ট সেরা ৭টি সাইট
অনলাইন ইনকাম সাইট বিকাশ পেমেন্ট নেওয়ার ইচ্ছা রয়েছে, তাহলে আজকের ব্লগের মাধ্যমে এমন কিছু সাইটের নাম সম্পর্কে জেনে নিন। যেগুলোতে আপনি ফ্রিতে একাউন্ট খুলে অনলাইন ইনকাম করতে পারবেন।
অনলাইন ইনকাম করে বিকাশ পেমেন্ট নিতে হলে বাংলাদেশী সাইটগুলোতে কাজ করতে হয়। পাশাপাশি বিদেশি সাইট থেকেও বিভিন্ন পদ্ধতিতে বিকাশের মাধ্যমে পেমেন্ট নেওয়া যায়।
বর্তমানে এমন কিছু সাইট রয়েছে যেগুলোতে ডিপোজিট ছাড়াই ইনকাম করতে পারবেন। তবে এই ধরনের অনলাইন ইনকাম সাইট গুলোতে খুব বেশি আয় করতে পারবেন না।
তবে ইনকাম কম হলেও ফ্রিতে ইনকাম করা যাবে, যার কারণে আমি সাইটগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আমি অনেক গবেষণা করে সেরা ৭টি ওয়েবসাইট খুঁজে বের করেছি।
যা আপনাদের আজকে জানাবো। এবার চলুন অনলাইন ইনকামের সেই ওয়েবসাইট গুলো সম্পর্কে জেনে আসা যাক।
অনলাইন ইনকাম সাইট বিকাশ পেমেন্ট - সেরা ৭টি সাইট
বর্তমান যুগে ঘরে বসে মোবাইল বা ল্যাপটপ দিয়ে অনলাইনে টাকা ইনকাম করা অনেক সহজ হয়ে গেছে। এখন এমন অনেক অনলাইন ইনকাম সাইট আছে যেগুলো থেকে আপনি সরাসরি বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে পেমেন্ট নিতে পারেন।
১. Jumptask
Jumptask একটি আধুনিক micro-task এবং reward based অনলাইন ইনকাম সাইট, যেখানে আপনি ছোট ছোট কাজ করে ডলার ইনকাম করতে পারেন। দিন দিন এই সাইটটির জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, কারণ এখানে কাজ করা সহজ এবং আয়ের সুযোগ অনেক।
অবশ্যই পড়ুনঃ
আর এই সাইটটি থেকে সহজেই অনলাইন ইনকাম করে বিকাশে পেমেন্ট নেওয়া যায়। তাই সকলেই চাইলে অনলাইন ইনকাম সাইট বিকাশ পেমেন্ট নেওয়ার জন্য এই সাইটটি ব্যবহার করতে পারেন।
এই সাইটে যে ধরনের কাজ করতে পারবেনঃ
- সার্ভে পূরণ করে,
- গেম খেলে,
- অ্যাপ টেস্টিং করে,
- সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট,
- ডাটা এন্ট্রি ও টাইপিং,
- ট্রান্সলেশন কাজ
এই ওয়েবসাইটের বিশেষ কিছু ফিচার রয়েছে, যার কারণে আমার কাছে সাইটটি অনেক ভালো মনে হয়েছে। ফিচারগুলো হলোঃ
- কোন ডিপোজিটের প্রয়োজন নেই। ফ্রিতে একাউন্ট খুলতে পারবেন।
- কাজগুলো সহজ এবং নতুনদের জন্য উপযোগী।
- পেমেন্ট ক্রিপ্টোকারেন্সিতে (JumpToken) পাওয়া যায়, যা পরবর্তীতে আপনি সহজেই বিকাশ বা নগদে ট্রান্সফার করতে পারেন।
- প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ইনকাম সম্ভব।
যেভাবে সাইটটিতে কাজ করবেনঃ প্রথমে jumptask.io ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুলুন। এরপর “Available Tasks” সেকশনে গিয়ে বিভিন্ন কাজ দেখতে পাবেন। প্রতিটি কাজ শেষ করলে আপনি ডলার বা টোকেন আকারে ইনকাম পাবেন।
Jumptask বর্তমানে বাংলাদেশে অনেক জনপ্রিয় কারণ এটি একটি ট্রাস্টেড এবং ঝুঁকিমুক্ত ইনকাম সাইট, যেখানে কাজ করে ঘরে বসেই বিকাশে টাকা তোলা যায়। আর এই সাইট থেকে প্রতি মাসে কমপক্ষে ১৫ থেকে ২০ হাজার টাকা উপার্জন করা সম্ভব, যদি আপনি সঠিকভাবে পরিশ্রম করে কাজ করেন।
২. TimeBucks
TimeBucks হলো একটি জনপ্রিয় অনলাইন ইনকাম সাইট, যেখানে আপনি ছোট ছোট কাজ সম্পন্ন করে ডলার ইনকাম করতে পারবেন। এটি একটি অস্ট্রেলিয়া ভিত্তিক ট্রাস্টেড ওয়েবসাইট, যা ২০১৪ সাল থেকে অনলাইনে নির্ভরযোগ্যভাবে পেমেন্ট দিয়ে আসছে।
এই সাইটটিতে বিভিন্ন টাইপের ছোট ছোট টাস্ক সম্পূর্ণ করে ইনকাম করা যায়। আর এই কাজগুলো করার জন্য তেমন কোন সময়ের প্রয়োজন হয় না। আপনি খুব কম সময়ে এই কাজগুলো করে ইনকাম করতে পারবেন।
যদিও এখানে ইনকাম অনেক কম হয়, তবে অনলাইন ইনকামের জন্য ভালো একটি সাইট। আপনি এখানে ইনকাম করার পর অবশ্যই পেমেন্ট পাবেন। এই সাইট থেকে ইনকামের অনেক উপায় রয়েছে যেমনঃ
- সার্ভে পূরণ করে
- ভিডিও দেখে
- বিজ্ঞাপন ক্লিক করে
- রেফারেল ইনভাইট করে
- ভোট ও পোল অংশগ্রহণ করে
- অ্যাপ ডাউনলোড করে
এই সব কাজের মাধ্যমেই আপনি আপনার একাউন্টে ডলার জমাতে পারবেন। আর মাত্র $10 জমলেই আপনি উত্তোলন করতে পারবেন।
TimeBucks থেকে ইনকাম করা অর্থ আপনি বিকাশ, Payoneer, Bitcoin বা Airtm এর মাধ্যমে তুলতে পারেন। বাংলাদেশি ইউজারদের জন্য সবচেয়ে সুবিধাজনক হলো Payoneer → বিকাশ ট্রান্সফার করা যায়।
আর আপনি নিয়মিত কাজ করলে দৈনিক ৩০০–৫০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।TimeBucks নতুনদের জন্য সবচেয়ে উপযোগী কারণ এখানে কাজগুলো সহজ এবং কোনো স্কিল ছাড়াই শুরু করা যায়।
৩. Rewardy - অনলাইন ইনকাম সাইট বিকাশ পেমেন্ট
Rewardy হলো একটি জনপ্রিয় অনলাইন ইনকাম সাইট, যা থেকে আপনি সহজে বিকাশে পেমেন্ট নিতে পারেন। এখানে আপনি বিভিন্ন ছোট ছোট কাজ সম্পন্ন করে ইনকাম করতে পারবেন।
অনেকে প্রশ্ন করেন কি টাইপের কাজ এখানে করে ইনকাম করা যায়। তাদেরকে বলে রাখি এখানে আপনি সচরাচর অনেক ছোট ছোট ফ্রিল্যান্সিং কাজগুলো করে আয় করতে পারবেন।
আর এই কাজের জন্য আপনার কোন দক্ষতার প্রয়োজন হবে না, শুধুমাত্র মোবাইল ও ইন্টারনেট সঠিকভাবে ব্যবহার করতে পারলেই কাজটি করে ইনকাম করতে পারবেন। এই সাইটে বিভিন্ন ধরনের কাজ করে আয় করা যাবে। কাজগুলো হলোঃ
- ভিডিও দেখা
- গেম খেলা
- সার্ভে পূরণ
- মিউজিক শুনে রিওয়ার্ড অর্জন
- ডাটা এন্টি
- আর্টিকেল রাইটিং
যেভাবে সাইটটিতে কাজ শুরু করবেনঃ
প্রথমে Rewardy ওয়েবসাইটে গিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপর “Available Tasks” সেকশনে গিয়ে বিভিন্ন ছোট কাজ দেখতে পাবেন।
কাজগুলো সম্পন্ন করলে আপনার একাউন্টে পয়েন্ট জমা হবে, যা পরে ডলারে রূপান্তর করে বিকাশ বা অন্যান্য পেমেন্ট মেথডে উত্তোলন করা যাবে।
তবে আপনি চাইলে বিটকয়েনের মাধ্যমেও পেমেন্ট নিতে পারেন। আর বিটকয়েন থেকে সহজেই বিকাশের মাধ্যমে পেমেন্ট নেওয়া যায়। অর্থাৎ আপনি সরাসরি অনলাইন ইনকাম সাইট বিকাশ পেমেন্ট নিতে পারবেন।
৪. Ysense
এটি অনলাইন ইনকাম সাইট বিকাশ পেমেন্ট নেওয়ার সেরা একটি সাইট। এই সাইটটি পূর্বে ClixSense নামে পরিচিত ছিল। তবে বর্তমানে এই সাইটের নাম Ysense।
আর এই সাইটটি হলো একটি জনপ্রিয় অনলাইন ইনকাম প্ল্যাটফর্ম। এখানে আপনি সহজে ঘরে বসে কাজ করে ডলার ইনকাম করতে পারবেন।
কাজের ধরনঃ
- সার্ভে পূরণ
- মাইক্রো টাস্ক করা
- রেফারেল প্রোগ্রামে অংশগ্রহণ
- ভিডিও দেখা ও অফার সম্পন্ন করা
সাইটটি থেকে ইনকাম করার উপায়
প্রথমে Ysense ওয়েবসাইটে সাইন আপ করুন। এরপর “Tasks” বা “Surveys” সেকশনে গিয়ে বিভিন্ন কাজ দেখতে পাবেন। কাজ সম্পন্ন করলে আপনার একাউন্টে ডলার বা পয়েন্ট জমা হবে।
পেমেন্ট সিস্টেমঃ Payoneer বা PayPal এর মাধ্যমে ইনকাম উত্তোলন করা যায়।বাংলাদেশি ব্যবহারকারীরা Payoneer ব্যবহার করে সহজেই বিকাশে টাকা ট্রান্সফার করতে পারেন। আর আপনার একাউন্টে সর্বনিম্ন ব্যালেন্স ১০ ডলার জমা হলেই পেমেন্ট নিতে পারবেন।
সর্বশেষে বলবো Ysense হলো নতুনদের জন্য একটি ভরসাযোগ্য অনলাইন ইনকাম সাইট, যেখানে কোনো ডিপোজিট ছাড়াই প্রতিদিন কাজ করে আয় শুরু করা সম্ভব।
৫. Gotranscript
GoTranscript হলো একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত অনলাইন ইনকাম সাইট, যা মূলত টাইপিং এবং ট্রান্সক্রিপশন কাজের জন্য পরিচিত।
এখানে আপনি ঘরে বসে ক্যাপশন লেখা, এডিটর হিসেবে কাজ, অনুবাদ এবং অডিও-ভিডিও ট্রান্সক্রিপশন করে ইনকাম করতে পারবেন। মূল কথা আপনি এখানে টাইপিং কাজ করে ইনকাম করতে পারবেন।
কাজের ধরনঃ
- ট্রান্সক্রিপশন (অডিও ও ভিডিও টাইপিং)
- ক্যাপশন লেখা
- এডিটর হিসেবে কাজ
- অনুবাদ এবং ভাষা সম্পর্কিত কাজ
যেভাবে কাজ শুরু করবেনঃ
প্রথমে GoTranscript ওয়েবসাইটে সাইন আপ করুন। এরপর ট্রান্সক্রিপশন ও অনুবাদের জন্য একটি ছোট টেস্ট দিতে হবে। টেস্টে পাশ করলে আপনি কাজ শুরু করতে পারবেন।
এই ওয়েবসাইটটি থেকে দিনে ৩০০–৪০০ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব।এছাড়া অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে বাড়তি আয় করা যায়।
আর সর্বশেষে বলা যায় GoTranscript নতুনদের জন্যও উপযুক্ত এবং ঝুঁকিমুক্ত, যেখানে শুধুমাত্র টাইপিং স্কিল থাকলেই ঘরে বসে সহজে ইনকাম করা যায়।
তাই ঘরে বসে যারা অনলাইন ইনকাম সাইট বিকাশ পেমেন্ট নিতে ইচ্ছুক, তারা এই সাইটে ফ্রিতে একাউন্ট খুলে কাজ শুরু করুন
৬. SproutGigs
SproutGigs হলো একটি জনপ্রিয় মাইক্রো টাস্ক এবং অনলাইন ইনকাম প্ল্যাটফর্ম, যেখানে আপনি ছোট ছোট কাজ করে ডলার ইনকাম করতে পারবেন।
এটি মূলত ছোট কাজের মাধ্যমে আয় করার জন্য ডিজাইন করা হয়েছে। এখানে প্রায়ই বিভিন্ন টাইপের মিনি টাস্ক গুলো কমপ্লিট করে ইনকাম করা যায়। টাস্কগুলো হলোঃ
- লাইক, সাবস্ক্রাইব ও ভোট দেওয়া
- অ্যাপ বা ওয়েবসাইট টেস্টিং
- ছোট সার্ভে বা ফিডব্যাক দেওয়া
- সোশ্যাল মিডিয়া সম্পর্কিত কাজ
এই সাইটটিতে ডিপোজিট ছাড়াই ফ্রিতে কাজ করা যায়। সাইটটিতে আপনি ফ্রিতে একাউন্ট খুলে ইনকাম শুরু করতে পারবেন।
এজন্য প্রথমে SproutGigs ওয়েবসাইটে সাইন আপ করুন। এরপর “Available Tasks” সেকশনে গিয়ে বিভিন্ন কাজ দেখতে পাবেন। প্রতিটি কাজ শেষ করলে আপনি ডলার আকারে ইনকাম পাবেন।
এই সাইটে আপনার একাউন্টে সর্বনিম্ন ৫ ডলার জমা হলেই Payoneer, PayPal, Airtm ইত্যাদি মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। তবে পেওনিয়ার বা পেপালের মাধ্যমে পেমেন্ট নিলে পরবর্তীতে বিকাশের মাধ্যমে টাকা উত্তোলন করা যায়। যার ফলে আপনি সহজেই বিকাশে পেমেন্ট নিতে পারছেন।
৭. Clickworker - অনলাইন ইনকাম সাইট বিকাশ পেমেন্ট
Clickworker হলো একটি জনপ্রিয় মাইক্রো টাস্ক এবং ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, যেখানে ঘরে বসে সহজেই ইনকাম করা যায়। এটি বিশেষ করে নতুনদের জন্য উপযুক্ত, যারা অনলাইন ইনকাম সাইট থেকে বিকাশ পেমেন্ট নিতে চান।
এই ওয়েবসাইট থেকে আপনি বিভিন্ন উপায়ে ইনকাম করার সুযোগ পাবেন। বিশেষ করে এই সাইটে সার্ভে পূরণ ,রিসার্চ এবং তথ্য সংগ্রহ ,টেক্সট তৈরি ও কনটেন্ট রাইটিং ,অডিও ও ভিডিও রেকর্ড এবং ট্রান্সক্রিপশন ইত্যাদি কাজগুলো করে ইনকাম করতে পারবেন।
আর এই সাইটে ইনকাম করার জন্য কোন ইনভেস্টমেন্ট করা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে একাউন্ট খুলে ইনকাম করতে পারবেন। সাইটটি থেকে আয় করার জন্য প্রথমে Clickworker ওয়েবসাইটে সাইন আপ করতে হবে।
এরপর “Available Tasks” সেকশনে গিয়ে বিভিন্ন টাস্ক দেখতে পাবেন। প্রতিটি টাস্ক সম্পন্ন করলে আপনার একাউন্টে ডলার জমা হতে থাকবে।
সর্বনিম্ন ৫ ডলার জমা হলে উত্তোলন করার সুযোগ রয়েছে। আর বাংলাদেশে থেকে আপনি Bitcoin বা Payoneer এর মাধ্যমে সহজে পেমেন্ট গ্রহণ করতে পারবেন।
উপসংহারঃ অনলাইন ইনকাম সাইট বিকাশ পেমেন্ট
অনলাইন ইনকাম করার জন্য অনেক সাইট থাকলেও TimeBucks, Picoworkers, এবং Fiverr সবচেয়ে নির্ভরযোগ্য ও সহজ প্ল্যাটফর্ম।
আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে ছোট কাজ দিয়ে শুরু করুন। ধীরে ধীরে অভিজ্ঞতা ও দক্ষতা বাড়ালে প্রতি মাসে ভালো পরিমাণে ইনকাম করা সম্ভব।
সবচেয়ে ভালো বিষয় হলো এই সব সাইট থেকে আপনি সরাসরি বিকাশ বা নগদে পেমেন্ট নিতে পারবেন, তাই ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই ইনকাম শুরু করা যায়।
