১০টি ডাবল গ্যাসের চুলার দাম বাংলাদেশ বিস্তারিত জানুন
বর্তমান সময়ে আধুনিক রান্নাঘরের একটি অপরিহার্য উপকরণ হলো ডাবল গ্যাসের চুলা। বিশেষ করে বাংলাদেশের মধ্যবিত্ত ও চাকরিজীবী পরিবারগুলোর কাছে ডাবল বার্নার গ্যাস চুলার চাহিদা দিন দিন বাড়ছে। কারণ, একই সময়ে দুইটি রান্না করা সম্ভব হওয়ায় সময় ও গ্যাস দু’টিই সাশ্রয় হয়।
অনেকে নতুন গ্যাস চুলা কেনার আগে ডাবল গ্যাসের চুলার দাম বাংলাদেশ, কোন ব্র্যান্ড ভালো, কোন মডেল টেকসই এই বিষয়গুলো জানতে চান।
বাজারে এখন বিভিন্ন ব্র্যান্ডের গ্লাস টপ, স্টেইনলেস স্টিল ও অটো ইগনিশন সুবিধাসহ ডাবল গ্যাস চুলা পাওয়া যায়, যাদের দাম ও মান একে অপরের থেকে ভিন্ন।
এই আর্টিকেলে আমরা বাংলাদেশে প্রচলিত ডাবল গ্যাসের চুলার দাম, বৈশিষ্ট্য ও কেনার আগে গুরুত্বপূর্ণ কিছু বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।
সিঙ্গেল গ্যাসের চুলার দাম বাংলাদেশ
বর্তমানে গ্যাসের দাম অনেক সহজলভ্য হওয়ার কারণে সকলেই প্রায় এই সিঙ্গেল গ্যাসের চুলার দাম সম্পর্কে জানার জন্য আগ্রহি। আমাদের বাংলাদেশ একটু উন্নয়নশীল দেশ হওয়ার জন্য সব জায়গায় আধুনিকতার ছোঁয়ার পাশাপাশি গ্যাসের চুলার আধুনিকতার বৃদ্ধি পেয়েছে। বর্তমান সময়ে শুধু শহরাঞ্চল নয়, প্রত্যন্ত গ্রামাঞ্চলেও গ্যাসের চুলা ব্যবহার করা হয়।
অবশ্যই পড়ুনঃ
আমাদের দেশের প্রায় সব জায়গাতে গ্যাসের চুলার লক্ষণ দেখা যায়। আর যে সকল জায়গাতে গ্যাসের লাইন নেই তারা সকলে গ্যাসের সিলিন্ডার ব্যবহার করে গ্যাসের চুলাতে রান্না করে থাকে। যারা মূলত সিলিন্ডার ব্যবহার করে গ্যাসের চুলাতে রান্না করে তারা সিঙ্গেল গ্যাসের চুলার দামগুলো সম্পর্কে জানার জন্য আগ্রহ করে থাকে।
তার প্রধান কারণ সিঙ্গেল গ্যাসের চুলায় গ্যাস অনেকটা সাশ্রয়ী হয়। আবার অনেকে বাজেটকে সাশ্রয় করার জন্য সিঙ্গেল গ্যাসের চুল কয়েকটা থাকে। এখনই আমরা সকলেই সিঙ্গেল গ্যাসের চুলার দাম গুলো সম্পর্কে জানব। তাহলে চলুন বন্ধুগণ সিঙ্গেল গ্যাসের চুলার মডেল অনুযায়ী তার দাম এবং ব্রান্ডগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।
- WGS-SSH2 (LPG) এই মডেলের ওয়ালটন ব্রান্ডের সিঙ্গেল গ্যাসের চুলার দাম 1,200 টাকা।
- WGS-GSC90 এই মডেলের ওয়ালটন ব্রান্ডের সিঙ্গেল গ্যাসের চুলার দাম 2,590 টাকা।
- SINGLE S.S. GAS STOVE QUEEN LPG এই মডেলের আরএফএল ব্রান্ডের সিঙ্গেল গ্যাসের চুলার দাম 1,950 টাকা।
- GST-121C এই মডেলের গাজী ব্রান্ডের সিঙ্গেল গ্যাসের চুলার দাম 3,000 টাকা।
এই সকল সিঙ্গেল গ্যাসের চুলার সকল ব্যান্ডের দামগুলো সম্পর্কে আমরা সকলেই জানতে পারবো নিম্নের সকল টপিক থেকে।
ওয়ালটন সিঙ্গেল গ্যাসের চুলার দাম
Walton কোম্পানি হলো বাংলাদেশের অন্যতম স্বনামধন্য কোম্পানি। যে কোম্পানি গৃহস্থলী সকল সামগ্রীর পাশাপাশি ইলেকট্রনিক্স তৈরি করে। গ্যাসের চুলার জগতে ওয়ালটন তাদের পণ্যের ডাবল এবং সিঙ্গেল গ্যাসের জন্য তৈরি করে। বাংলাদেশের একটি ব্র্যান্ড হয় এই জোড়ার গুণগত মান ভালো। এবং মূল্য অনেক কম।
বর্তমানে ওয়ালটনের একটি সিঙ্গেল গ্যাসের চুলার মূল্য সর্বনিম্ন ১২০০ টাকা থেকে সর্বোচ্চ ২,৮০০ টাকার মধ্যে হয়ে থাকে। নিম্নে ছকের মাধ্যমে এই ওয়ালটন ব্রান্ডের গ্যাসের চুলার দাম মডেল নিট ওজন এবং টাইপ উল্লেখ করা হলো। যাতে করে আপনারা খুব সহজেই বুঝতে পারেন।
ডাবল গ্যাসের চুলার দাম বাংলাদেশ
বর্তমান সময়ের সিঙ্গেল গ্যাসের চুলার পাশাপাশি যাদের পরিবারে অনেক বেশি পরিমাণে রান্না করা হয় তাদের সকলেরই পছন্দ ডাবল গ্যাসের চুলা।
এটা ডাবল গ্যাসের চুলায় একসাথে তাড়াতাড়ি দুটো তরকারি রান্না করা যায়। যার ফলে গ্যাস তুলনামূলক খরচ কম হয়ে থাকে। রান্না তাড়াতাড়ি হয়ে যায়।
তো বন্ধুগণ এই পর্বে আমরা জানতে চলেছি বাংলাদেশের ডাবল গ্যাসের চুলার দাম গুলো সম্পর্কে। নিম্ন আমরা সকলেই ছকের মাধ্যমে এ বিষয়টি সম্পর্কে জানতে পারব।
সিলিন্ডার সহ গ্যাসের চুলার দাম কত
ইতিপূর্বে আমরা সকলেই সিঙ্গেল গ্যাসের চুলার দাম তার সাথে সাথে ডাবল গ্যাসের চুলের দাম সম্পর্কে জানতে পারলাম।
এখন অনেকে জিজ্ঞেস করে থাকেন যদি আমরা সেলিন্ডারসহ গ্যাসের চুলা কিনে থাকি তাহলে সে ক্ষেত্রে আমাদের দাম কত পড়বে। তো বন্ধুগন চলুন এখন আমরা এই সম্পর্কেই জানি যে সিলিন্ডারসহ গ্যাসের চুলার দাম কেমন পড়বে।
বর্তমান বাজারে বিভিন্ন ব্র্যান্ডের গ্যাসের চুলা পাওয়া যায়। তার সাথে সাথে বিভিন্ন ব্যান্ডের সিলিন্ডার পাওয়া যায়। এই গ্যাস সিলিন্ডার ছাড়া গ্যাসের চুলা কোন কাজেরই না।
কারণ গ্যাস ছাড়া গ্যাসের চুলায় আগুন জ্বলবে না। তেমনি চুলা ছাড়া গ্যাসের সিলিন্ডারের কোন কাজ নেই। তাই দুটোরই দরকার আছে একসাথে। আর এই গ্যাসের সিলিন্ডার এবং চুলা একসাথে বাজারে কিনতে গেলে কেমন দাম পড়তে পারে সে সম্পর্কে আমরা এখন জানবো।
সিলিন্ডার গ্যাসের দাম
আমরা সকলে বাসা বাড়িতে গ্যাসের চুলা ব্যবহার করে থাকি। যার জন্য এই সময়টাতে ক্যাশ এর চাহিদা অনেকটাই বেশি। তাই আমরা সকলে সিলিন্ডার গ্যাসের দাম কত সে সম্পর্কে জানতে চাই। কিছু সিলিন্ডার গ্যাসের দাম গুলো সম্পর্কে নিচের টেবিলে উল্লেখ করা হলো। চলুন তাহলে এক নজরে দেখে নেয়া যাক।
আরএফএল সিঙ্গেল গ্যাসের চুলার দাম কত
আরএফএল ব্র্যান্ড টি অনেক পুরাতন একটু ব্যান্ড। বাংলাদেশের প্রায় সকল মানুষই আরএফএল ব্র্যান্ডের উপর রাস্তা রেখে থাকে। কারণ এই ব্র্যান্ডের পণ্য অনেক টেকসই এবং মজবুত। তেমনি সিঙ্গেল গ্যাসের ক্ষেত্রেও আরএফএল গ্যাসের চুল অনেক এগিয়ে রয়েছে। নিম্নে কয়েকটি আরএফএল গ্যাসের চুলার দাম ওজন মডেল গুলো তুলে ধরা হলো।
গাজী গ্যাসের চুলার দাম ২০২৬
বাংলাদেশের প্রায় অনেক ধরনের মানুষ রয়েছেন যিনারা গাজীর পন্যকে অনেক ভালো বন্যা হিসেবে ব্যবহার করে। আর তাই গাজী কোম্পানি বিভিন্ন ধরনের গ্যাসের চুলা তৈরি করার সাথে সাথে তাদের সিঙ্গেল গ্যাসের চুলা ও তৈরি করে থাকে। এই কোম্পানির গ্যাসের চুলার দাম অন্যান্য সকল কোম্পানির গ্যাসের চুলার দামের হতে কিছুটা বেশি হয়।
তার প্রধান কারণ হলো এই কোম্পানির তৈরি করা গ্যাসের চুলাগুলো মোটামুটি অনেক দিন টেকসই হয়। আপনি গাজী কোম্পানির থেকে কিচেনের সাথে এডজাস্ট গ্যাসের চুলা ও ক্রয় করতে পারবেন। যার মূল্য পড়বে প্রায় 5000 টাকার উপরে। তবে নিচে কয়েকটি সিঙ্গেল গাড়ির গ্যাসের চুলা দাম তালিকা তুলে ধরা হলো।
ডাবল গ্যাসের চুলার দাম বাংলাদেশ সম্পর্কে সাধারণ জিজ্ঞাসা (FAQ)
প্রশ্নঃ বাংলাদেশে কোন ব্র্যান্ডের গ্যাসের চুলা ভালো?
উত্তরঃ বাংলাদেশের পণ্য হিসেবে ওয়ালটন গ্যাসের চুলা তুলনামূলক অনেকটাই ভালো।
প্রশ্নঃ বর্তমানে ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম কত?
উত্তরঃ বর্তমান সময়ে ১২ কেজি গ্যাসের চুলার দাম নির্ধারণ করা হয়েছে ১,২৮৪ টাকা।
প্রশ্নঃ একটি খালি সিলিন্ডারের দাম কত?
উত্তরঃ একটি খালি সিলিন্ডারের দাম সাধারণত নির্ধারণ করা হয় ৬০০-৭০০ টাকা।
উপসংহার
সবশেষে বলা যায়, পরিবারের দৈনন্দিন রান্নাকে সহজ ও দ্রুত করতে ডাবল গ্যাসের চুলা একটি অত্যন্ত কার্যকর সমাধান। বাংলাদেশের বাজারে ডাবল গ্যাসের চুলার দাম মূলত ব্র্যান্ড, ডিজাইন, গ্লাস কোয়ালিটি, বার্নারের ক্ষমতা ও অতিরিক্ত ফিচারের উপর নির্ভর করে। তাই শুধুমাত্র কম দামের দিকে নজর না দিয়ে, টেকসই ও নিরাপদ চুলা বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
আপনি যদি সঠিক তথ্য জেনে বাজেট অনুযায়ী সিদ্ধান্ত নেন, তাহলে সহজেই একটি ভালো মানের ডাবল গ্যাসের চুলা কিনতে পারবেন। আশা করি এই “ডাবল গ্যাসের চুলার দাম বাংলাদেশ” বিষয়ক আর্টিকেলটি আপনার জন্য উপকারী হয়েছে এবং সঠিক চুলা নির্বাচন করতে সহায়তা করবে।
