গেম খেলে টাকা আয় বিকাশে নিন সেরা ১০টি উপায়ে
গেম খেলে টাকা আয় বিকাশে কিভাবে নিবেন তা সম্পর্কে বিস্তারিত আজকের পোস্টে জানাবো। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা গেম খেলতে খুবই ভালোবাসেন। তারা চাইলে বিভিন্ন অ্যাপে গেম খেলার মাধ্যমে ইনকাম করতে পারেন।
অনেকেই বর্তমানে গেম খেলে প্রতি মাসে 5 থেকে 10 হাজার টাকা ইনকাম করছেন। বিশেষ করে গেমের ভিডিও বানিয়েই ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। আপনিও চাইলে বিভিন্ন মাধ্যমে ইনকাম করতে পারেন। চলুন আর বিস্তারিত আলোচনায় যাওয়া যাক।
.
গেম খেলে টাকা আয় বিকাশে – মোবাইলে ইনকাম করার সেরা উপায়
আজকের ডিজিটাল যুগে গেম শুধু মাত্র বিনোদনের জন্য নয়, গেম খেলে আয় করাও সম্ভব। অনেকেই এখন মোবাইল গেম খেলে টাকা আয় বিকাশে নিচ্ছেন।
আপনি যদি অবসর সময়ে কিছু টাকা ইনকাম করতে চান, তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য সম্পূর্ণ গাইড হতে চলেছে।
অবশ্যই পড়বেনঃ
এখানে আমরা দেখব কোন গেমগুলো বাস্তবে পেমেন্ট দেয়, কিভাবে বিকাশে টাকা তুলবেন, এবং কীভাবে নিরাপদে ইনকাম শুরু করবেন।
গেম খেলে টাকা আয় বিকাশে কিভাবে সম্ভব?
গেম খেলে ইনকাম করার মূল উপায় হলো Reward System। অনেক গেম বা অ্যাপ ব্যবহারকারীদের নির্দিষ্ট কাজ সম্পন্ন করলে (যেমন লেভেল পার করা, বন্ধু রেফার করা, বিজ্ঞাপন দেখা, বা টুর্নামেন্টে অংশ নেওয়া) ইনকাম দেয়।
আপনি যখন নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট বা কয়েন অর্জন করবেন, তখন সেগুলো বিকাশ বা নগদে ক্যাশআউট করতে পারবেন।
এমপিএল গেমিং প্লাটফর্মে টাকা ইনকাম বিকাশে
ভারতীয় জনপ্রিয় একটি গেমিং প্ল্যাটফর্ম হল এম পি এল। প্লাটফর্মটিতে প্রায় ৯০ মিলিয়নের বেশি মানুষ গেম খেলে টাকা ইনকাম করছে। এটি একটি বিশ্বস্ত গেমিং প্ল্যাটফর্ম সাইট।
এখানে প্রায় বিভিন্ন ধরনের ছোট ছোট গেম গুলো সিলেক্ট করে খেলতে পারবেন। আর এই প্লাটফর্ম থেকে বেশি টাকা ইনকাম করতে হলে টাকা ইনভেস্ট করতে হয়, অর্থাৎ আপনাকে গেমিং প্লাটফর্মটিতে টাকা ডিপোজিট করে হাই লেভেলের গেম খেলতে হবে।
তাহলে বেশি টাকা আয় করতে সক্ষম হবেন। আর এই গেমিং প্ল্যাটফর্ম থেকে যে অর্থ উপার্জন করবেন সেটি বিকাশে পেমেন্ট নিতে পারবেন। তবে এটি যেহেতু ভারতীয় গেম সেক্ষেত্রে প্রথমে পেপালে বা পেটিএম এ টাকা উত্তোলন করতে হবে। পরবর্তীতে আপনি বিকাশে পেমেন্ট নিয়ে নিতে পারবেন।
ফ্রী ফায়ার গেম খেলে টাকা আয় বিকাশে 2024
বর্তমানে সময়ে খুবই জনপ্রিয় একটি গেম হলো ফ্রী ফায়ার। এই গেমটির প্রচুর ভিডিও ইউটিউবে রয়েছে। কারণ গেমটি জনপ্রিয় হওয়ার কারণে অনেকেই এই গেমের ভিডিও ইউটিউবে দেখে থাকে।
যার কারণে অনেক ইউটিউবার ফ্রি ফায়ার গেমের ভিডিও বানিয়েই youtube থেকে প্রচুর অর্থ উপার্জন করছে। আপনিও চাইলে ফ্রি ফায়ার গেমটি খেলার সময়ে স্ক্রিন রেকর্ড করে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে ইনকাম করতে পারেন।
তাছাড়া ফ্রি ফায়ার গেমের ই -স্পট টুর্নামেন্টে অংশগ্রহণ করেও টাকা আয় করা যায়। এছাড়া বর্তমানে বিভিন্ন প্লাটফর্মে ফ্রী ফায়ার টুর্নামেন্ট খেলা যায়,
প্ল্যাটফর্মগুলোতে নির্দিষ্ট ফি প্রদান করে টুর্নামেন্ট অংশগ্রহণ করতে হয়, আর টুর্নামেন্টে জিততে পারলে নগদ পুরস্কার সহ প্রচুর অর্থ উপার্জন করা যায়। আর নগদ অর্থ গুলো আপনি সরাসরি বিকাশেই পেমেন্ট নিয়ে নিতে পারবেন।
বিকাশে টাকা দেয় এমন জনপ্রিয় গেম অ্যাপগুলো
নিচে এমন কিছু রিয়েল গেম ইনকাম অ্যাপ দেওয়া হলো যেগুলো থেকে আপনি বিকাশে টাকা তুলতে পারেন।
১. Big Time Cash
- এটি একটি জনপ্রিয় ইনকাম গেম অ্যাপ।
- বিভিন্ন মিনি গেম খেলে পয়েন্ট অর্জন করতে পারেন।
- পয়েন্টগুলো PayPal বা Gift Card এর মাধ্যমে বিকাশে তোলা সম্ভব।
২. Skillz Games
- প্রতিযোগিতামূলক গেম প্ল্যাটফর্ম যেখানে খেলেই ডলার ইনকাম করা যায়।
- জেতা অর্থ PayPal-এর মাধ্যমে বিকাশে ট্রান্সফার করা যায়।
৩. Gamee
- সহজ মিনি গেম খেলে টিকিট জেতা যায়।
- টিকিটের বিনিময়ে ক্যাশ ইনকাম ও বিকাশে পেমেন্ট পাওয়া যায়।
৪. Swagbucks Live
- এটি একটি কুইজ গেম অ্যাপ।
- সঠিক উত্তর দিয়ে পয়েন্ট জেতা যায়, যা বিকাশে তোলা সম্ভব।
৫. Ludo Supreme Gold
- বাংলাদেশে খুব জনপ্রিয় গেম।
- লুডু খেলে প্রতিদিন বিকাশে টাকা ইনকাম করতে পারেন।
কুইজডম গেম খেলে টাকা ইনকাম
যারা কুইজ গেম খেলে প্রতিদিন টাকা ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য এই কুইজডম অ্যাপটি সেরা হবে। কারন কুইজডম অ্যাপে ফ্রি কুইজ গেম খেলে টাকা ইনকাম করা যায়।
যাদের সাধারণ জ্ঞান বেশি রয়েছে তারা চাইলে এই ধরনের অ্যাপ গুলোতে কুইজ গেম খেলে প্রতিদিন ১০০ ২০০ টাকা ইনকাম করতে পারেন। আর এখান থেকে যে অর্থ উপার্জন করবেন সেগুলো বিকাশে উত্তোলন করতে পারবেন।
Pubg গেম খেলে টাকা আয় বিকাশে
গেম খেলে টাকা আয় বিকাশে নিতে হলে pubg গেম খেলতে পারেন। আপনি pubg গেমের সরাসরি লাইভ স্ট্রিম করে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন।
কারণ পাবজি গেমের জনপ্রিয়তা খুবই বেশি। যার কারণে অনেকেই ইউটিউব ও ফেসবুকে পাবজি গেমের ভিডিও বানিয়ে ইনকাম করছে। pubg গেম খেলে টাকা ইনকাম করার জন্য ভিডিও তৈরি করুন,
আর পাবজি গেমের টুর্নামেন্ট অংশগ্রহণ করেই ফ্রি টাকা ইনকাম বিকাশ পেমেন্ট নিতে পারেন। মূলত আপনি যদি পাবজি গেমে দক্ষ হয়ে থাকেন তাহলেই ভিডিও বানিয়ে ইনকাম করতে পারবেন।
pubg গেম খেলে ইনকাম করার জন্য ইউটিউব চ্যানেল খুলুন, চাইলে ফেসবুক পেজ খুলে লাইভ স্ট্রিম করতে পারেন।
লুডু গেম খেলে টাকা আয় বিকাশে
আমরা সকলেই প্রায় অবসর সময় বিনোদনের জন্য লুডু গেম খেলে থাকি। বর্তমানে এমন কেউ নেই যে কখনই লুডু গেম খেলে নেই। সকলেই প্রায় লুডু গেম খেলেছে। তবে আপনি কি জানেন লুডু গেম খেলে অনলাইন ইনকাম করা যায়।
বর্তমানে লুডু গেম খেলে টাকা ইনকাম করার অনেক সফটওয়্যার রয়েছে। বিশেষ করে প্রচুর অনলাইন সাইট রয়েছে যেখানে লুডু গেম খেলে সরাসরি টাকা ইনকাম করা যায়। লুডু গেম খেলে টাকা ইনকাম করার জন্য নিম্নের সাইটগুলোতে লুডু খেলতে পারেন।
- Ludo - Win Cash Game
- Ludo Champ Super Star Champion
- Ludo Fantasy
- Ludo Supreme
- Ludo Khiladi Adda
- Ludo League
- Ludo Players spot
ফ্রি লটারি খেলে টাকা আয় বিকাশে
বর্তমানে ফ্রি লটারি খেলে টাকা ইনকাম করা যাচ্ছে, অনলাইনে বিভিন্ন ধরনের প্রচুর ফ্রী লটারি খেলার সাইট রয়েছে। সেই সাইটে আপনি প্রতিদিন ফ্রি লটারি করে পুরস্কার জিতে নিতে পারেন। ফ্রী লটারি খেলার সাইটগুলোতে ফ্রী লটারি খেলে পয়েন্ট কালেক্ট করতে হয়।
একাউন্টের নির্দিষ্ট পয়েন্ট জমা হয়ে গেলে সেটি পুরস্কার হিসেবে অথবা গিফট কার্ড হিসেবে পেমেন্ট নেওয়া যায়। তবে অনেকগুলো সাইটে সরাসরি বিকাশে পেমেন্ট পর্যন্ত পাওয়া যায়। ফ্রি লটারি খেলে টাকা ইনকাম করা যায় এমন সাইটের নাম তুলে ধরা হলোঃ
- Pick My Postcode
- Small Worker
- 1xbet
- Clip Claps
- Free Birthday Lottery
- Mpl
- Dubai free lottery
এই সাইট গুলোতে ফ্রি লটারি খেলতে পারেন, আর প্রতিদিন ফ্রি লটারি খেলে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট নিতে পারেন।
গেম খেলে টাকা আয় app
বর্তমানে বাংলাদেশেই গেম খেলে টাকা ইনকাম করার অনেক অ্যাপ রয়েছে, সেই অ্যাপ গুলোতে গেম খেলেই আপনি প্রতিদিন ৫০ ১০০ টাকা ইনকাম করতে পারেন। বাংলাদেশে থেকে গেম খেলে টাকা ইনকাম করা যায় এমন জনপ্রিয় কিছু অ্যাপের নাম তুলে ধরা হলোঃ
- Spin To Win - Cash & Recharge
- Taka Income Pro - টাকা ইনকাম
- Taka Income BDT
- Taka ghor
- Taka income
- Real money income
আপনি উপরে উল্লেখিত অ্যাপ গুলোতে বিভিন্ন ধরনের গেম খেলে অথবা টাক্স কমপ্লিট করে ইনকাম করতে পারেন। এখানে অ্যাপ গুলোতে এড দেখে , ভিডিও দেখে , লাইক শেয়ার কমেন্ট করে ইনকাম করা সুযোগ রয়েছে। এই সকল কাজগুলো করে ইনকাম করতে পারেন।
টাকা ইনকাম করার গেম
ইতিমধ্যে আমরা গেম খেলে টাকা আয় বিকাশে 2024 সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে এসেছি। তবে এখন আপনাদের অবশ্যই টাকা ইনকাম করার গেম সম্পর্কে জেনে নেওয়া উচিত। টাকা ইনকাম করার গেম গুলো খেলে সহজেই অনলাইন থেকে অর্থ উপার্জন করা যায়। নিম্নে টাকা ইনকাম করার গেম এর নাম তুলে ধরা হলোঃ
- Mistplay
- Swagbucks
- MPL (Mobile Premier League)
- Wildcash
- FreeCash
- Ludu King
- Dota 2
- Poll pay
- Dream 11 Game
- Winzo Game
- mcrypto
উল্লিখিত গেম গুলো খেলে টাকা ইনকাম করতে পারেন। তবে গেমগুলো খেলে কিভাবে টাকা ইনকাম করা যায় সেগুলো আপনি ইউটিউবে ভালোভাবে পেয়ে যাবেন। এছাড়া গুগলে সার্চ করলেই গেমগুলো থেকে টাকা ইনকাম করার উপায় জানতে পেরে যাবেন।
টাকা উত্তোলন করার নিয়ম(বিকাশে)
- অ্যাপের Withdraw বা Cashout অপশন এ যান।
- বিকাশ নাম্বার সিলেক্ট করুন।
- ইনকাম করা টাকার পরিমাণ লিখুন।
- Confirm বাটনে ক্লিক করলে টাকা স্বয়ংক্রিয়ভাবে বিকাশে চলে আসবে।
ফ্রি টাকা ইনকাম গেম
বর্তমানে প্রচুর ফ্রি টাকা ইনকাম গেম রয়েছে, এই গেম গুলো খেলে ফ্রি টাকা ইনকাম করা যেতে পারে। তাই আমরা এখন ফ্রি টাকা ইনকাম গেম সম্পর্কে আলোচনা করব। ফ্রি টাকা ইনকাম করা যায় এমন জনপ্রিয় গেমের নাম নিম্নে তুলে ধরা হলোঃ
- Money Bingo Clash
- Hago
- Bitcoin Pop – Get Bitcoin
- Yatzy Dice
- teenpattigo1
- Qureka
- ludobestbd
- khelolegend
- mCrypto: Play to Earn Crypto
- Hamster kombart
- mRewards
- Jeet11
- Roz Dhan
- Make Money Cash
- Cointiply
- 888 Quiz
- Perk Pop Quiz
উপরোক্ত সাইট ও অ্যাপ গুলোতে গেম খেলে, মাইনিং করে, ফ্রি কুইজ খেলে টাকা ইনকাম করতে পারবেন। এছাড়াও লুডু খেলে টাকা ইনকাম করা যাবে, পাশাপাশি ফ্রি লটারি খেলেও টাকা ইনকাম করতে পারেন। আর ক্রিপ্ট কারেন্সি মাইনিং করেও ইনকাম করা যায়।
গেম খেলে বিকাশে ইনকাম করার টিপস
- প্রতিদিন কিছু সময় নির্দিষ্ট গেমে খেলুন।
- রেফার বোনাস ব্যবহার করুন, এতে ইনকাম দ্রুত বাড়ে।
- ফেক অ্যাপ বা স্ক্যাম সাইট থেকে দূরে থাকুন।
- ইনকাম পাওয়ার পর বিকাশ ট্রান্সফার যাচাই করুন।
উপসংহার - গেম খেলে টাকা আয় বিকাশে
বর্তমান সময়ে গেম শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি বাস্তব ইনকামের সুযোগও তৈরি করেছে। এখন আপনি চাইলে নিজের মোবাইল দিয়ে ঘরে বসেই গেম খেলে টাকা আয় বিকাশে তুলতে পারেন কোনো বিশেষ দক্ষতা ছাড়াই।
তবে মনে রাখবেন, ইনকাম করতে হলে ধৈর্য, নিয়মিত খেলা এবং সঠিক গেম অ্যাপ বাছাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিদিন অল্প অল্প সময় খেললেও ধারাবাহিকভাবে ভালো ইনকাম করা সম্ভব।
সবশেষে বলা যায়, যদি আপনি সময় নষ্ট না করে আনন্দের সাথে আয় করতে চান, তাহলে গেম খেলে ইনকাম করার এই সুযোগটি কাজে লাগাতে পারেন। আজ থেকেই শুরু করুন, আপনার মোবাইলই হোক আয়ের নতুন দরজা।
