ঘরে বসে প্যাকিং এর কাজ কি? পেন প্যাকিং এর কাজ সম্পর্কে বিস্তারিত জানুন
ঘরে বসে প্যাকিং এর কাজ করতে চান, সে ক্ষেত্রে আপনাদের ঘরে বসে প্যাকিং এর কাজগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। বর্তমান সময়ে ঘরে বসে প্যাকিং কাজ গুলো খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।
কারণ এখানে ঘরে বসে ছোট ছোট প্যাকিং কাজগুলো করে ইনকাম করা যায়। আর বিভিন্ন ধরনের প্যাকিং কাজ রয়েছে। যেমন পেন প্যাকিং এর কাজ বাংলাদেশ। অর্থাৎ আপনি ঘরে বসেই পেন প্যাকিং করে ইনকাম করতে পারবেন।
তবে এই কাজগুলো করার জন্য নির্দিষ্ট কোন যোগ্যতা বা দক্ষতার প্রয়োজন হয় না। তবে কাজ করার নিয়ম গুলো জানতে হয়। আজকের সম্পূর্ণ ব্লগে ঘরে বসে প্যাকিং এর কাজ কি ও পেন প্যাকিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই সকলকে ধৈর্য সহকারে পড়ার জন্য অনুরোধ রইল।
.
ঘরে বসে প্যাকিং এর কাজ কি?
প্যাকিং বলতে কোনো পণ্যকে বিক্রির জন্য সঠিকভাবে মোড়ানো, সাজানো বা প্রস্তুত করা বোঝায়। অনেক কোম্পানি বা অনলাইন স্টোর তাদের প্রোডাক্ট গ্রাহকের কাছে পাঠানোর আগে প্যাকিং করে থাকে।
সবসময় অফিসে বসে এই কাজ করা সম্ভব হয় না, তাই তারা হোম-বেসড ওয়ার্কারদের (Home-based workers) কাছে এই কাজ দিয়ে থাকে।প্যাকিং কাজ বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমনঃ
- প্রসাধন সামগ্রী প্যাক করা
- গিফট আইটেম বা জুয়েলারি প্যাক করা
- খাবার বা শুকনো পণ্য প্যাক করা
- হ্যান্ডমেড প্রোডাক্ট সাজানো
- ই-কমার্স প্রোডাক্ট প্যাক করা
- পেন প্যাকিং এর কাজ বাংলাদেশ
এই ধরনের কাজ আপনি ঘরে বসেই করতে পারেন, শুধু সামান্য সময় ও মনোযোগের প্রয়োজন। আর এই প্যাকেজিং কাজ গুলো করে ঘরে বসেই সহজে ইনকাম করা সম্ভব।
ঘরে বসে প্যাকিং এর কাজ
প্যাকিং এমন একটি কাজ যা ঘরে বসে যেকোন ব্যক্তি সহজেই করে ইনকাম করতে পারবে। শুধুমাত্র প্যাকিং করার দক্ষতা থাকলেই প্যাকেজিং কাজগুলো করে ইনকাম করা যাবে। বর্তমান সময়ে পণ্যর চাহিদা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে প্যাকেজিং কাজের ডিমান্ডো বেড়ে যাচ্ছে।
বর্তমান সময় বাংলাদেশে প্রতিনিয়ত নতুন নতুন কোম্পানি তৈরি হচ্ছে, আর সেই কোম্পানিগুলো তাদের পণ্য প্যাকিং করার জন্য স্থানীয় লোকদের কাজ দিয়ে থাকে। স্থানীয়দের কাজ দিলে কম খরচে প্যাকিং কাজ সম্পন্ন করা যায়।
মূলত কোম্পানিগুলো তাদের খরচ কমানোর জন্য কম খরচে প্যাকিং কাজ দিয়ে থাকে। তাছাড়াও বর্তমানে অনলাইনে শপিংয়ের চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে প্যাকিং এর কাজের পরিমাণ বেড়ে গেছে। কারণ আপনারা জানেন অনলাইনে কোন পণ্য অর্ডার করলে সেই পণ্যটি সুন্দরভাবে কোম্পানি বা ব্যবসায়ী প্রতিষ্ঠান প্যাকিং করে আমাদের কাছে পাঠিয়ে থাকে।
অবশ্যই পড়ুনঃ
আর এই ধরনের প্যাকিং কাজগুলো বেশিরভাগ ক্ষেত্রে কর্মস্থলে বা ঘরে বসেই করা হয়ে থাকে। বর্তমানে বিভিন্ন ধরনের প্যাকিংয়ের কাজ রয়েছে। তবে প্যাকিং কাজ করার কিছু শর্ত ও নিয়ম রয়েছে সেগুলো মেনে কাজ করলে প্যাকিং কাজ করে ভালো ইনকাম করতে পারবেন।
বর্তমানে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো প্যাকিং কাজ বেশি দিয়ে থাকে। কারণ তারা অনলাইনে প্রোডাক্ট বিক্রি করে, আর অনলাইনে প্রোডাক্ট বিক্রি করার জন্য সুন্দরভাবে প্যাকেজিং করতে হয়। এতে করে গ্রাহকরা সন্তুষ্ট হয়ে থাকে। প্যাকেজিং কাজ আপনি দুইভাবে করতে পারেন।
সরাসরি কারখানাতে গিয়ে প্যাকেজিং কাজ করে আয় করতে পারেন। এছাড়াও চাইলে ঘরে বসে প্যাকেজিং কাজগুলো সম্পন্ন করে ইনকাম করতে পারেন। কি কি প্রোডাক্ট প্যাকেজিং এর কাজ করতে হয় তা নিম্নে দেখানো হলোঃ
- মোমবাতি প্যাকিংয়ের কাজ
- বই প্যাকিং এর কাজ
- চাউল প্যাকিং এর কাজ
- ধুপকাঠি প্যাকিং এর কাজ
- পুতুল প্যাকিং এর কাজ
- লাইট প্যাকিং এর কাজ
- রেস্টুরেন্টে খাবার প্যাকিং এর কাজ
- খাদ্য প্যাকিং এর কাজ
- কলম প্যাকিং এর কাজ
- কাপড় প্যাকিং এর কাজ
- চার্জার লাইট প্যাকিং এর কাজ
- অনলাইন পণ্য প্যাকিং এর কাজ
উল্লেখিত প্রোডাক্টগুলো নিয়ে প্যাকিং এর কাজ করতে হয়। এছাড়াও আরও বিভিন্ন ধরনের পণ্য আছে যেগুলোতে প্যাকেজিং এর কাজ হয়ে থাকে।
ঘরে বসে প্যাকিং কাজ কিভাবে পাওয়া যায়?
প্যাকিং কাজ সাধারণত লোকাল কোম্পানি, অনলাইন মার্কেটপ্লেস বা ফ্রিল্যান্স প্ল্যাটফর্মের মাধ্যমে পাওয়া যায়।নিচে কিছু জনপ্রিয় উপায় দেওয়া হলোঃ
স্থানীয় কোম্পানির মাধ্যমেঃ আপনার এলাকায় যেসব ছোট ব্যবসা আছে যেমন খাবার প্রডাক্ট, কসমেটিকস বা গিফট আইটেম বিক্রি করে, তাদের সাথে যোগাযোগ করুন।অনেক সময় তারা ঘরে বসে প্যাকিং করার লোক খুঁজে থাকে।
Facebook ও Online Marketplace: ফেসবুকের “ঘরে বসে কাজ” বা “হোম বেসড জব” গ্রুপগুলোতে অনেক সময় প্যাকিং জব পোস্ট করা হয়।সেখানে আবেদন করতে পারেন।
Freelancing Platform: কিছু আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যেমন Fiverr বা Upwork-এ প্যাকেজিং ডিজাইন বা লেবেল তৈরির কাজও পাওয়া যায়। তাই আপনি ফ্রিল্যান্সিং প্লাটফর্মে অ্যাকাউন্ট খুলে প্যাকিংয়ের কাজের খোঁজ করতে পারেন।
ই-কমার্স সাইটঃ Daraz, Evaly, অথবা স্থানীয় অনলাইন দোকানগুলোতে মাঝে মাঝে হোম-বেসড প্যাকিং কর্মী নেওয়া হয়। তাই অনলাইন প্লাটফর্ম গুলোতে সবসময় খোঁজ রাখুন।
ঘরে বসে প্যাকিং এর কাজ করার নিয়ম ও প্রয়োজনীয় শর্তাবলী
প্যাকিং এর কাজ করতে হলে কিছু নিয়ম ও শর্ত মেনে চলতে হয়। আপনি ইচ্ছা অনুযায়ী প্যাকিংয়ের কাজ করতে পারবেন না। যারা প্যাকিং এর কাজ দেওয়ার জন্য আপনার সাথে চুক্তি করবে, তাদের নিয়ম অনুযায়ী আপনাদের প্যাকিং এর কাজ করতে হবে।
মূলত প্যাকিং এর কাজ করতে হলে অবশ্যই সময়মতো কাজগুলো কমপ্লিট করে জমা দিতে হবে। প্যাকিংয়ের কাজ সময় মতো করে ডেলিভারি দিতে হবে। কাজের চুক্তি নিয়ে সময় নষ্ট করা যাবে না, সকল ধরনের প্যাকিংয়ের কাজ কোম্পানির দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যেই সম্পূর্ণ করতে হবে।
প্যাকিং করার সময় পণ্য নষ্ট হওয়া যাবে না সেদিকে খেয়াল রেখে প্যাকিং এর কাজ করতে হবে। সাধারণত এই ধরনের শর্তগুলো মেনে নিয়ে প্যাকিং এর কাজ করতে হয়।
ঘরে বসে প্যাকিং কাজ থেকে কত টাকা ইনকাম করা যায়?
এই কাজের ইনকাম নির্ভর করে আপনি কত প্যাকিং করছেন এবং কোন কোম্পানির সাথে কাজ করছেন তার ওপর।সাধারণত প্রতি পিস অনুযায়ী পেমেন্ট দেওয়া হয়।
- প্রতি পণ্য প্যাকিং অনুযায়ী ২–১০ টাকা পর্যন্ত পাওয়া যায়।
- দিনে ১০০–২০০ প্যাকিং করলে ২০০–৫০০ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব।
- মাসে গড়ে ৮,০০০ থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত আয় করা যায়।
প্যাকিং কাজের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র
ঘরে বসে প্যাকিং শুরু করতে খুব বেশি কিছু লাগে না। নিচের জিনিসগুলো থাকলেই আপনি শুরু করতে পারেনঃ
- টেপ, কাঁচি ও প্যাকেট ব্যাগ
- কার্টন বা বক্স
- প্রোডাক্ট লেবেল (যদি দেওয়া হয়)
- পরিষ্কার ও শুকনো জায়গা
- পর্যাপ্ত আলো ও জায়গা
উপরোক্ত প্রয়োজনীয় জিনিসপত্র গুলো থাকলেই ঘরে বসে প্যাকিংয়ের কাজগুলো করা যায়।
প্যাকিং কাজের ক্ষেত্রে সতর্কতা
যেহেতু অনলাইনে অনেক ভুয়া অফার থাকে, তাই শুরু করার আগে কিছু বিষয় মাথায় রাখুনঃ
- কোনো কোম্পানি যদি আগাম টাকা বা রেজিস্ট্রেশন ফি চায়, তাহলে সতর্ক হোন।
- শুধুমাত্র বিশ্বস্ত কোম্পানি বা ব্যক্তিগত পরিচিতির মাধ্যমে কাজ নিন।
- পেমেন্ট সিস্টেম নিশ্চিত না করে কাজ শুরু করবেন না।
- কাজ পাওয়ার আগে কোম্পানির রিভিউ বা অন্যদের অভিজ্ঞতা দেখে নিন।
ঘরে বসে প্যাকিং কাজের সুবিধা
- নিজের সময় অনুযায়ী কাজ করা যায়
- আলাদা জায়গা বা অফিসের দরকার নেই
- পরিবার সামলে ইনকাম করা সম্ভব
- বিনিয়োগ ছাড়াই কাজ শুরু করা যায়
- কাজের চাপ তুলনামূলক কম
পেন প্যাকিং এর কাজ কী?
পেন প্যাকিং মানে হলো কলম বা পেনগুলোকে বিক্রির উপযোগী করে সাজানো, মোড়ানো বা প্যাকেট করা।অনেক কোম্পানি প্রচুর পরিমাণে কলম তৈরি করে,যেগুলো প্যাকেট করে বাজারে ছাড়তে হয়।এই কাজটি অনেক সময় কারখানার বাইরে হোম-বেসড ওয়ার্কারদের দিয়ে করানো হয়, যাতে খরচ কমে ও উৎপাদন দ্রুত হয়।উদাহরণস্বরূপঃ
- ১০ বা ১২টি পেন একসাথে একটি প্যাকেটে রাখা
- পেনের লেবেল লাগানো
- পেনের কভার লাগানো বা বাক্সে ভরা
- রেডি-টু-সেল বানানো
এই ধরনের কাজ ঘরে বসে করা যায়, বিশেষ করে যদি কোম্পানি থেকে র’ মেটেরিয়াল সরবরাহ করে দেয়।
পেন প্যাকিং এর কাজ বাংলাদেশ
ঘরে বসে প্যাকিং এর কাজ কি? সম্পর্কে জানার পর এখন আমরা কলম প্যাকেজিং এর কাজ সম্পর্কে বিস্তারিত জানবো। বর্তমানে বাংলাদেশে কলম প্যাকেজিং এর কাজটির বেশ চাহিদা বেড়েছে। কারণ আশেপাশে নতুন নতুন কলম বানানোর কারখানা তৈরি হচ্ছে।
আর কলম প্যাকিং কাজটি সহজে ঘরে বসে করা যায় যার কারণে বেশিরভাগ ছোট ছোট কোম্পানিগুলো স্থানীয়দের দ্বারা পেন প্যাকিং এর কাজটি করিয়ে থাকে।
আর এই কাজটির চাহিদা প্রচুর, যার কারণে এই কাজটি পাওয়া অনেক কঠিন। তবে আপনি যদি সঠিকভাবে অনলাইনে এবং ফেসবুক গ্রুপে খোঁজ রাখেন তাহলে অবশ্যই কলম প্যাকিং এর কাজটি পেতে পারেন।
তবে আপনি যেই এলাকাতে থাকেন সেখানে কলম তৈরি করার কারখানাতে যোগাযোগ করবেন। বিশেষ করে যেসব কারখানা নতুন তৈরি হয়েছে তাদের সাথে কথা বলবেন। তাছাড়াও কলম তৈরির বিভিন্ন ছোটখাটো প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখুন।
তবে আপনি এই কলম প্যাকিং এর কাজটি সরাসরি কলম বানানোর কারখানাতে গিয়ে করতে পারেন। এক্ষেত্রে আপনাকে প্যাকেজিং এর জব করতে হবে।
আপনি মাস শেষে ভালো পরিমাণ স্যালারি পাবেন। ঘরে বসে প্যাকিং এর কাজগুলোর মধ্যে কলম প্যাকেজিং কাজটির অনেক ডিমান্ড রয়েছে। তাই সময় থাকতে পেন প্যাকিং কাজের খোঁজ করুন।আর কলম প্যাকেজিং করে ইনকাম করুন।
বাংলাদেশে পেন প্যাকিং কাজ কোথায় পাওয়া যায়
বাংলাদেশে এখন অনেক ছোট-বড় কলম প্রস্তুতকারী প্রতিষ্ঠান আছে, যারা মাঝে মাঝে ঘরে বসে প্যাকিং করার লোক খোঁজে। এছাড়া কিছু অনলাইন মাধ্যমেও এই কাজের বিজ্ঞাপন পাওয়া যায়।
আপনার এলাকায় যদি কোনো কলম তৈরি কারখানা বা স্টেশনারি হোলসেল দোকান থাকে, সেখানে যোগাযোগ করুন।অনেক সময় তারা হোম-বেসড কর্মী নিয়োগ দেয় প্যাকিংয়ের কাজে।
তাছাড়াও অনলাইন জব প্ল্যাটফর্ম গুলোতে খোঁজ করতে পারেন। বর্তমানে বাংলাদেশে অনেকগুলো জনপ্রিয় অনলাইন জব প্ল্যাটফর্ম রয়েছে যেমনঃ
- bdjobs.com
- chakri.com
- jora.com.bd
এই প্লাটফর্ম গুলোতে খোঁজ করলে হয়তো আপনি পেন প্যাকিং এর কাজ পেয়ে যেতে পারেন। এই ঘরে বসে প্যাকিং এর কাজগুলো করে খুব সহজে ইনকাম করা যায় ।বিশেষ করে কলম প্যাকিং হলে, অনেক সহজে প্যাকিং করা যায়।
ফেসবুকে “ঘরে বসে কাজ”, “Home Based Job Bangladesh”, “Packing Job BD” ইত্যাদি গ্রুপে মাঝে মাঝে পেন প্যাকিং সম্পর্কিত পোস্ট দেওয়া হয়।তবে আবেদন করার আগে অবশ্যই কাজের শর্ত ও কোম্পানির বিশ্বাসযোগ্যতা যাচাই করুন।
পেন প্যাকিং কাজ থেকে ইনকাম কত হয়?
এই কাজের ইনকাম সাধারণত পিস অনুযায়ী বা পার্সেল অনুযায়ী দেওয়া হয়।প্রতি ১০০টি কলম প্যাকিংয়ের জন্য ২০০–৫০০ টাকা পর্যন্ত পাওয়া যায়, কাজের ধরণ ও কোম্পানির ওপর নির্ভর করে।
দিনে ৪–৫ ঘণ্টা কাজ করলে ৫০০–৭০০ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব, অর্থাৎ মাসে গড়ে ১০,০০০ থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত আয় করা যায়।
উপসংহার - ঘরে বসে প্যাকিং এর কাজ কি?
বাড়িতে বসে ইনকাম করার কার্যকর একটি উপায় হল ঘরে বসে প্যাকিং এর কাজ। বিশ্বস্ত কোম্পানি খুঁজে পেলে আপনি সহজেই ঘরে বসে প্রতি মাসে ভালো পরিমাণ টাকা উপার্জন করতে পারবেন।তবে কাজ শুরু করার আগে অবশ্যই যাচাই-বাছাই করুন,
যাতে কোনো প্রতারণার শিকার না হন। বিশেষ করে এই কাজের জন্য কোন আর্থিক লেনদেন করবেন না। অর্থাৎ কোন ধরনের টাকা লেনদেন করা থেকে বিরত থাকবেন। সব সময় বিশ্বস্ত প্ল্যাটফর্ম ও বিশ্বস্ত জায়গা থেকে কাজ নেওয়ার চেষ্টা করবেন।
