২২টি ডলার ইনকাম বিকাশ ও নগদ পেমেন্ট সাইট, অ্যাপস
বর্তমানে বাংলাদেশে অনলাইনে ডলার ইনকাম করে বিকাশে পেমেন্ট নেওয়ার আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। অনেকেই মনে করেন ডলার ইনকাম মানেই পেপাল বা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে।
কিন্তু বাস্তবে এমন অনেক বিশ্বস্ত সাইট ও অ্যাপস আছে, যেগুলো থেকে ডলার ইনকাম করে বিকাশে টাকা নেওয়া সম্ভব। আর কোন কোন সাইট থেকে ডলার ইনকাম বিকাশ পেমেন্ট পাওয়া যায় তা নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব।
.
ডলার ইনকাম করে বিকাশে টাকা পাওয়া কীভাবে সম্ভব?
সাধারণত ডলার ইনকাম সাইটগুলো Payoneer, Skrill, Binance, Wise বা এজেন্টের মাধ্যমে টাকা দেয়। বাংলাদেশে এসব মাধ্যম ব্যবহার করে খুব সহজেই বিকাশে টাকা ট্রান্সফার করা যায়।
মূলত আপনি বিভিন্ন অনলাইন পদ্ধতিতে ডলার পেমেন্ট নিতে পারবেন এবং পরবর্তীতে সেই ডলার ট্রান্সফার করে বিকাশে পেমেন্ট নেওয়া যাবে।
এর ফলে আপনি খুব সহজেই ডলার ইনকাম বিকাশ পেমেন্ট নিতে পারছেন। বর্তমানে অনলাইনে হাজার হাজার সাইট রয়েছে যেখানে ডলার ইনকাম করে পেমেন্ট নেওয়া যায়। সেগুলো সম্পর্কে এখন আমরা জানাবো।
ডলার ইনকাম বিকাশ পেমেন্ট সাইট ও অ্যাপস
আপনি যদি অনলাইনে ডলার ইনকাম করে বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে চান সে ক্ষেত্রে আপনার ডলার ইনকাম সাইট সম্পর্কে জানতে হবে।
ডলার ইনকাম করার নানা ধরনের সাইট আছে, যেখানে বিভিন্ন ধরনের ছোট ছোট মাইক্রো টাস্ক করতে দেওয়া হয়। যেগুলো আপনি সঠিকভাবে কমপ্লিট করলেই নির্দিষ্ট পরিমাণ ডলার ইনকাম করতে পারেন।
অবশ্যই পড়বেন:
আর এই ডলার ইনকাম করে পেপালসহ বিভিন্ন মাধ্যমে উত্তোলন করা যায়। তবে আপনি চাইলে বাংলাদেশী পেমেন্ট পদ্ধতি বিকাশের মাধ্যমেও ডলার পেমেন্ট নিতে পারেন। চলুন নিম্নে ডলার ইনকাম নগদ ও বিকাশ পেমেন্ট সাইট - এপস গুলোর তালিকা দেখে আসি।
Picoworkers - ডলার ইনকাম নগদ পেমেন্ট
এই সাইটে ছোট ছোট অনলাইন কাজ করে ডলার ইনকাম করা যায়। ডলার ইনকাম করার এই সাইটটিতে আপনি ছোট ছোট কাজ করে রেগুলার আয় করতে পারবেন।
এই সাইটে কাজ করার জন্য নির্দিষ্ট কোন যোগ্যতা বা কোয়ালিফিকেশন এর দরকার নেই। আপনি শুধুমাত্র মোবাইল ফোন বা কম্পিউটার চালানো জানলেই, এই সাইটে কাজ করে ইনকাম করতে পারবেন।
এখানে ডাটা এন্ট্রি, টাইপিং ও অ্যাপ টেস্টিং টাইপের ছোট ছোট কাজগুলো করে ইনকাম করা যায়।ইনকাম করা অর্থ Payoneer এর মাধ্যমে উত্তোলন করতে পারবেন এবং পরবর্তীতে বিকাশে পেমেন্ট নেওয়া যাবে।
SproutGigs
ডলার ইনকামের আরেকটি বিশ্বস্ত সাইট হল SproutGigs। এখানেও আপনি বিভিন্ন টাইপের মাইক্রোটাস্কিং কাজগুলো করে ইনকাম করতে পারবেন। এখানে অনেক ধরনের কাজ করা যায় যেমনঃ
- ডাটা এন্টি
- আর্টিকেল রাইটিং
- টাইপিং
- অ্যাপ ডাউনলোড
- পোস্ট লাইক
ইত্যাদি সহ আরো অনেক ধরনের ছোট ছোট টাস্ক কমপ্লিট করে এই সাইট থেকে ইনকাম করা যাবে।
Remotasks - ডলার ইনকাম বিকাশ পেমেন্ট
Remotasks মূলত AI ও ডাটা লেবেলিং কাজের জন্য পরিচিত। যারা ডাটা লেবেলিং কাজগুলো জানেন, তারাই এই সাইটে দৈনিক কাজ করে 200 থেকে 300 টাকা আয় করতে পারবেন। কাজ করা খুবই সহজ টাইপিং জানলেই এই সাইটে ডাটা এন্ট্রি ও ডাটা লেবেলিং কাজগুলো করে ইনকাম করা যায়। কাজগুলো হলোঃ
- ছবি চিহ্নিত করা
- টেক্সট যাচাই
- ম্যাপ সংক্রান্ত কাজ
কাজ একটু শিখে নিলে ভালো ডলার ইনকাম সম্ভব।
Microworkers
Microworkers একটি পুরনো ও বিশ্বস্ত সাইট। এখানে ছোট অনলাইন কাজ করে ডলার ইনকাম করা যায়। এখানে আপনি ডাটা এন্ট্রি, ট্রান্সলেশন, আর্টিকেল রাইটি্, প্রোডাক্ট লেভেলিং , সার্ভে ইত্যাদি সহ আরো অন্যান্য অনেক মাধ্যমে ইনকাম করতে পারবেন।
এখানে সরাসরি ডলার ইনকাম দেওয়া হয়।কোন যোগ্যতা বা দক্ষতার প্রয়োজন হয় না। সাধারণ বেসিক জ্ঞান থাকলেই কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহার করে এখান থেকে আয় করা যায়।
এখান থেকে আপনি যত টাকা আয় করবেন সেগুলো পেপালসহ অন্যান্য ইন্টারন্যাশনাল মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। তবে বিকাশ ও নগদের মাধ্যমেও পেমেন্ট নিতে পারবেন।
Clickworker - ডলার ইনকাম নগদ পেমেন্ট
Clickworker-এ কাজগুলো সাধারণত
- লেখালেখি
- সার্ভে
- ডাটা সংগ্রহ
ইত্যাদি কাজগুলো করে ইনকাম করা যায়। মোবাইল ও কম্পিউটার দুটো দিয়েই কাজ করতে পারবেন। এটি একটি বিশ্বস্ত পুরনো ওয়েবসাইট, যেখান থেকে আপনি অবশ্যই আয় করতে পারবেন।
লক্ষ লক্ষ মানুষ এই সাইটটিতে ফ্রিতে কাজ করে দৈনিক ইনকাম করছে। তাই আপনার হাতে পর্যাপ্ত সময় থাকলে এই সাইটটিতে ইনকাম করে দেখতে পারেন।
ySense - ডলার ইনকাম বিকাশ পেমেন্ট
ySense হলো সার্ভে ও অফার ভিত্তিক ইনকাম সাইট। এছাড়াও এই ওয়েবসাইটটিতে
- ভিডিও দেখা
- অ্যাপ ইনস্টল
- সার্ভে পূরণ
এগুলো করে ডলার ইনকাম করা যায়। তাদের অফিসিয়াল অ্যাপস গুগল প্লে স্টোরে রয়েছে। আপনি তাদের একটি মোবাইলে ডাউনলোড করেও কাজ করার মাধ্যমে ইনকাম করতে পারবেন।
এই অ্যাপসটি মূলত পয়েন্ট ভিত্তিক ইনকাম দিয়ে থাকে। আপনি নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট কালেক্ট করতে পারলে সেগুলো ডলারের রূপান্তর করতে পারবেন।
আর ডলার পেপাল ও পেওনিয়ার এর মাধ্যমে পেমেন্ট নেওয়া যায়। আর পরবর্তীতে বিকাশের মাধ্যমে টাকায় রূপান্তর করে উত্তোলন করতে পারবেন।
TimeBucks
TimeBucks থেকে প্রতিদিন ছোট ছোট কাজ করে আয় করা যায়।বিশেষ সুবিধা হলোঃ
- ভিডিও দেখা
- সোশ্যাল মিডিয়া টাস্ক
- রেফারাল ইনকাম
এই সকল উপায়ে এই সাইট থেকে ইনকাম করা যাবে। এই সাইটটিও ১০০% বিশ্বস্ততার সাথে পেমেন্ট করে থাকে। তবে ইনকাম কম হলেও আপনি ফ্রিতে ট্রাই করে দেখতে পারেন।
Fiverr
Fiverr হলো নতুনদের জন্য সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস।
- লোগো ডিজাইন
- আর্টিকেল লেখা
- ভিডিও এডিট
ছোট কাজ দিয়েই ডলার ইনকাম শুরু করা যায়।
Shutterstock
নিজের তোলা ছবি ও ভিডিও বিক্রি করে ডলার ইনকাম করা যায়।একবার আপলোড করলে বারবার আয় সম্ভব। এই সাইট থেকে সরাসরি ডলার ইনকাম করা যায়।
আপনি ছবি বিক্রি করার মাধ্যমে প্রচুর ডলার আয় করতে পারবেন। একবার আপনার ছবি ভাইরাল করতে পারলেই বেশি বিক্রি হবে, আর বেশি বিক্রি হলে আপনি প্রচুর কমিশন ও সরাসরি আয় করতে পারবেন।
ডলার ইনকাম বিকাশ পেমেন্ট পাওয়ার উপায়
এতক্ষণে আপনারা ২২ টি ডলার ইনকাম বিকাশ নগদ পেমেন্ট অ্যাপ সম্পর্কে জানতে পেরেছেন। তবে এখন আমরা কিছু ডলার ইনকাম বিকাশ পেমেন্ট পাওয়ার উপায় সমূহ আলোচনা করব।
সেগুলো জানলে আপনি খুব সহজেই আয় করার সঠিক কৌশল গুলো জানতে পারবেন এবং আয় করতে পারবেন।। নিম্নে ডলার ইনকাম নগদ পেমেন্ট পাওয়ার কিছু সেরা উপায় আলোচনা করা হলোঃ
ফ্রিল্যান্সিং করে ডলার ইনকাম ও বিকাশ পেমেন্ট
বর্তমানে অনলাইন থেকে ডলার ইনকাম করে বিকাশ পেমেন্ট পাওয়ার অন্যতম সেরা ও নির্ভরযোগ্য উপায় হলো ফ্রিল্যান্সিং। বাংলাদেশে হাজার হাজার মানুষ ফ্রিল্যান্সিং করে ঘরে বসেই নিয়মিত আয় করছেন।
ফ্রিল্যান্সিং করে আয় করতে হলে প্রথমেই আপনাকে কিছু দক্ষতাভিত্তিক কাজ শেখা জরুরি। তবে ভয়ের কিছু নেই সব কাজই যে খুব কঠিন এমন নয়। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে যেমন উচ্চ দক্ষতার কাজ রয়েছে, তেমনি কম দক্ষতা বা বেসিক কাজও প্রচুর পাওয়া যায়।
ফ্রিল্যান্সিংয়ে জনপ্রিয় কম দক্ষতার কাজঃ
- ডাটা এন্ট্রি
- টাইপিং জব
- কনটেন্ট রাইটিং
- সোশ্যাল মিডিয়া মার্কেটিং
- ইউটিউব মার্কেটিং
- ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট
এই কাজগুলোর জন্য খুব বেশি অভিজ্ঞতা না থাকলেও ধীরে ধীরে শিখে কাজ করা যায়।
ফ্রিল্যান্সিং কাজ পাওয়ার নিয়ম
ফ্রিল্যান্সিং করে ডলার ইনকাম করতে হলে আপনাকে প্রথমে জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর
- প্রোফাইল সুন্দরভাবে সম্পূর্ণ করতে হবে
- নিজের কাজ অনুযায়ী প্রজেক্টে অ্যাপ্লাই করতে হবে
- Fiverr-এর ক্ষেত্রে গিগ (Gig) তৈরি করতে হবে
শুরুর দিকে কাজ পেতে কিছুটা সময় লাগতে পারে। তবে আপনি যদি নিয়মিত চেষ্টা করেন, ধৈর্য ধরে কাজ শিখেন এবং ক্লায়েন্টের কাজ ভালোভাবে করেন,
তাহলে একবার কাজ পাওয়ার পর ধীরে ধীরে কাজের পরিমাণ বাড়তে থাকবে।এর সঙ্গে সঙ্গে আপনার ইনকামও বৃদ্ধি পাবে।
ফ্রিল্যান্সিং ইনকাম বিকাশে নেওয়ার উপায়
বেশিরভাগ জনপ্রিয় ফ্রিল্যান্সিং ওয়েবসাইট থেকে আয় করা টাকা সাধারণত
- ব্যাংক অ্যাকাউন্ট
- Payoneer
- Wise
এর মাধ্যমে নেওয়া যায়। এরপর সেখান থেকে খুব সহজেই বিকাশ, নগদ বা রকেট অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা সম্ভব।
ফ্রিল্যান্সিং করে ডলার ইনকামের সেরা প্ল্যাটফর্ম
বর্তমানে ফ্রিল্যান্সিং করার জন্য সবচেয়ে জনপ্রিয় ও বিশ্বস্ত দুটি প্ল্যাটফর্ম হলোঃ
Upwork একটি আন্তর্জাতিক মানের ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। এখানে বড় প্রজেক্ট এবং ভালো পেমেন্ট পাওয়া যায়। দক্ষতা থাকলে এখান থেকে নিয়মিত ডলার ইনকাম সম্ভব।
Fiverr নতুনদের জন্য খুবই জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। এখানে গিগ তৈরি করে ক্লায়েন্টের অর্ডার নেওয়া যায়। অল্প কাজ দিয়েও ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করার জন্য Fiverr একটি দারুণ অপশন।
ভিডিও দেখে ডলার ইনকাম ও বিকাশ পেমেন্ট
বর্তমানে অনলাইনে ভিডিও দেখার মাধ্যমে ডলার ইনকাম করার সুযোগ রয়েছে। বিভিন্ন ভিডিও আর্নিং অ্যাপ ব্যবহার করে ছোট ছোট ভিডিও ক্লিপ দেখা বা বিজ্ঞাপন (Ads) দেখার মাধ্যমে আয় করা যায়। এই পদ্ধতিটি বিশেষ করে শিক্ষার্থী ও নতুনদের জন্য বেশ জনপ্রিয়।
তবে ভিডিও দেখে ইনকাম করার ক্ষেত্রে সঠিক অ্যাপ নির্বাচন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ বর্তমানে বাজারে অনেক ভুয়া ও স্ক্যাম অ্যাপ রয়েছে, যেগুলো কাজ করালেও শেষে পেমেন্ট দেয় না।ভিডিও দেখে ইনকাম করার জন্য যেসব বিষয় জানা জরুরিঃ
- সবসময় গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা উচিত
- রিভিউ ও রেটিং দেখে অ্যাপ ব্যবহার করতে হবে
- কোনো অ্যাপে আগে টাকা ডিপোজিট করা থেকে বিরত থাকতে হবে
ভিডিও দেখে ডলার ইনকাম বিকাশ পেমেন্ট পাওয়ার সেরা অ্যাপঃ
Swagbucks - ডলার ইনকাম নগদ পেমেন্ট
Swagbucks একটি বিশ্বস্ত ও জনপ্রিয় অনলাইন আর্নিং প্ল্যাটফর্ম। এখানে
- ভিডিও দেখা
- বিজ্ঞাপন দেখা
- সার্ভে পূরণ
এইসব কাজ করে ডলার ইনকাম করা যায়। Swagbucks সরাসরি বিকাশে পেমেন্ট দেয় না, তবে Payoneer বা অন্য পেমেন্ট গেটওয়ের মাধ্যমে টাকা নিয়ে পরে বিকাশ, নগদ বা রকেটে নেওয়া সম্ভব।
Love Taka
Love Taka একটি সহজ ভিডিও আর্নিং অ্যাপ। এখানে ছোট ভিডিও ও বিজ্ঞাপন দেখে আয় করা যায়। নতুনদের জন্য অ্যাপটি ব্যবহার করা সহজ এবং কাজ বুঝতে বেশি সময় লাগে না।
এই অ্যাপ থেকেও আয় করা টাকা সরাসরি বিকাশে আসে না। সাধারণত Payeer বা Payoneer-এর মাধ্যমে টাকা তুলে পরে বিকাশে নেওয়া যায়।
ভিডিও দেখে ইনকামের পর টাকা বিকাশে নেওয়ার উপায়
ভিডিও দেখে ডলার ইনকাম করার পর সাধারণত নিচের ধাপে বিকাশে টাকা নেওয়া যায়।
- অ্যাপ থেকে Payeer বা Payoneer-এ টাকা নিন
- Payeer/Payoneer থেকে লোকাল এক্সচেঞ্জ বা ব্যাংকে ট্রান্সফার করুন
- ব্যাংক বা এক্সচেঞ্জ থেকে বিকাশ, নগদ বা রকেটে টাকা নিন
ছবি বিক্রি করে ডলার ইনকাম বিকাশ পেমেন্ট
বর্তমানে অনলাইনে ছবি বিক্রি করে ডলার ইনকাম করা একটি জনপ্রিয় ও দীর্ঘমেয়াদি আয়ের মাধ্যম। আপনার যদি ছবি তোলার ন্যূনতম ধারণা থাকে বা মোবাইল-ক্যামেরা দিয়ে ভালো মানের ছবি তুলতে পারেন, তাহলে ঘরে বসেই এই পদ্ধতিতে আয় করা সম্ভব।
অনলাইনে ছবি বিক্রি করার জন্য বেশ কিছু বিশ্বস্ত ও জনপ্রিয় স্টক ফটোগ্রাফি প্ল্যাটফর্ম রয়েছে। এসব প্ল্যাটফর্মে যুক্ত হয়ে আপনি আপনার তোলা বিভিন্ন ধরনের ছবি আপলোড করে ডলার ইনকাম করতে পারবেন।ছবি বিক্রি করে ইনকাম শুরু করার নিয়মঃ
ছবি বিক্রি করে ডলার ইনকাম করতে হলে প্রথমে আপনাকে
- একটি ছবি বিক্রির ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করতে হবে
- ডেমো বা স্যাম্পল হিসেবে নিজের তোলা কয়েকটি ছবি আপলোড করতে হবে
- সাইটের নির্ধারিত নিয়ম ও গাইডলাইন অনুযায়ী ছবি জমা দিতে হবে
প্রতিটি প্ল্যাটফর্মে ছবি আপলোডের নির্দিষ্ট নিয়ম থাকে।যেমন ছবি কোয়ালিটি, রেজোলিউশন, কপিরাইট এবং কনটেন্ট টাইপ। এসব নিয়ম মেনে ছবি আপলোড করলে দ্রুত এপ্রুভ পাওয়া যায়।
সার্ভে করে ডলার ইনকাম ও নগদ পেমেন্ট
নিরাপদ উপায় হলো সার্ভে করে আয় করা। এই পদ্ধতিতে আপনাকে কোনো পণ্য বিক্রি বা কঠিন কাজ করতে হয় না। শুধু অনলাইন জরিপে অংশগ্রহণ করলেই আয় করা সম্ভব।
বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানি তাদের পণ্য ও সেবার মান উন্নত করার জন্য ব্যবহারকারীদের মতামত সংগ্রহ করে। এই মতামত নেওয়ার প্রক্রিয়াটিই হলো অনলাইন সার্ভে। আর সেই সার্ভেতে অংশগ্রহণের বিনিময়ে তারা অংশগ্রহণকারীদের ডলার পেমেন্ট করে থাকে।
সার্ভে করে ইনকাম করার নিয়মঃ
- নির্ভরযোগ্য সার্ভে অ্যাপে বা ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করতে হবে
- প্রোফাইল তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে
- নতুন সার্ভে আসার জন্য নিয়মিত চেক করতে হবে
- সার্ভে চলাকালীন সব প্রশ্ন সতর্কতার সাথে উত্তর দিতে হবে
প্রোফাইল যত সঠিকভাবে পূরণ করবেন, তত বেশি সার্ভে পাওয়ার সম্ভাবনা থাকবে।সার্ভে করে ডলার ইনকামের সেরা অ্যাপঃ
- Freecash
- Swagbucks
- Pollpay
শেষ কথাঃ ডলার ইনকাম বিকাশ পেমেন্ট
২২টি ডলার ইনকাম বিকাশ ও নগদ পেমেন্ট সাইট, অ্যাপস সম্পর্কে জেনে অনেকেই হয়তো ইনকাম করা শুরু করছেন। আর অনেকগুলো উপায় আমরা আর্টিকেলটিতে শেয়ার করেছি, যেগুলো অনুসরণ করলে আপনি অনেক বেশি আয় করতে পারবেন।
সর্বশেষে বলবো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম থেকে আয় করুন। নিঃসন্দেহে আপনি অনেক টাকা আয় করতে পারবেন। আর অবশ্যই ধৈর্য সহকারে কাজ করতে থাকবেন, তাহলে আপনি অবশ্যই অনলাইনে ইনকামের পথে সফল হতে পারবেন।
